অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


দৌলতখানে সংবাদ কর্মীর উপর সন্ত্রাসী হামলা


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ১৯শে সেপ্টেম্বর ২০২০ রাত ১১:০০

remove_red_eye

৮৯৫

 
 
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার দৌলতখানে পেশাগত দায়িত্ব পাল‌নে সংবা‌দের তথ‌্য সংগ্রহ ক‌রে ফেরার সময় বাংলার কন্ঠ পত্রিকার প্রতিনিধি আহ‌ম্মেদ শফীর উপর সন্ত্রাসী হামলা চা‌লি‌য়ে‌ছে একদল সন্ত্রাসীরা।
 
আহত সাংবা‌দিক আহ‌ম্মেদ শফি ভোলার দৌলতখান উপ‌জেলার প্রেসক্লা‌বের সাংস্কৃ‌তিক সম্পাদক ও দৈ‌নিক বাংলার ক‌ণ্ঠের উপ‌জেলা প্রতি‌নি‌ধি। আহত সাংবা‌দি‌কে দৌলতখান উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে।
 
আহত সাংবা‌দিক আহ‌ম্মেদ শফি জানান, আজ শুক্রবার বি‌কে‌লের দি‌কে এক‌টি সংবা‌দের তথ‌্য সংগ্রহ করতে উপ‌জেলার উত্তর জয়নগর ইউ‌নিয়‌নের ৪ নং ওয়া‌র্ডের মধ‌্য জয়নগর এলাকায় যান। তথ‌্য সংগ্রহ ক‌রে ফেরার সময় একদল সন্ত্রাসী বা‌হিনী তার উপর অর্তকিত হামলা চা‌লি‌য়ে তা‌কে রক্তাক্ত ক‌রে আহত ক‌রে।
 
তি‌নি আ‌রো জানান, ১৫ সেপ্টেম্বর সাটিফিকেট জালিয়াতি সংক্রান্ত একটি অভিযোগ অনুসন্ধান করতে হালিম খানুম মহাবিদ্যালয় যান, সেখানে থেকে ঘটনার সুত্র পাত। 
 
হালিমা খাতুন মহাবিদ্যালয় অফিস সহকারী পদে কর্মতর শাহিন সোহাগ তার বিরুদ্ধে অভিযোগ সেই সাটিফিকেট জালিয়াতি করে ঐ কলেজে কর্মরত। 
 
তার ভোটার আইডি কার্ড নাম, তার বাবার নাম ও মায়ের নাম মিল না থাকায় গত শুক্রবার দুপুর ৩.৩০ মিনিটে উত্তর জয়নগর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড শহিজল মেম্বারের বাড়ির দরজায় অনুসন্ধানের জন্য ৬ জন সাংবাদিক উপস্থিত হন। 
সাংবাদিকদের উপস্থিতি দেখে শাহিন সোহাগ তার বাড়ির মহিলাদের ঝরো করেন এক পর্যায় সাংবাদিকরা তাদের প্রশ্ন করতে তাদের উপরে তেড়ে আসেন শাহিন সোহাগ, সাংবাদিকরা কিছু বুঝে উঠার আগেই তাদের উপরে অর্তকিত হামলা চালায়। পরে তাকে সহকর্মীরা উদ্ধার করে দৌলতখানা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। 
 
দৌলতখান প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান মহিন এক জরুরী সভায় বলেন জনগনের উন্নয়নে ভূমিকা রাখছে সাংবাদিক সমাজ। তাই এদের মৌলিক অধিকার,সম্মানের বিষয়ের প্রতি আমাদের সচেতন হতে হবে। দেশের বিভিন্ন স্থানে অসাধুদের অনিয়মের বিরুদ্ধে  সাংবাদ প্রকাশ করায় সাংবাদিকরা নির্যাতনের শিকার হচ্ছেন। সাংবাদিকের ওপর হামলা একটি ন্যাক্কারজনক ঘটনা। তিনি অবিলম্বে সাংবাদিক আহমেদ শরীফে'র ওপর হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
 
অন্য দিকে দৌলতখান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান শরীফ বলেন অন্যায়-অবিচারের বিরুদ্ধে সাংবাদিকদের কলম সব সময় সোচ্চার থাকে। মানুষের না বলা কথাগুলো সাংবাদিকরাই প্রকাশ করে আসছে যুগ যুগ ধরে। তবুও গণমাধ্যম কর্মিরা নির্যাতিত-নিপীড়িত যা খুবই দু:খজনক। তিনিও হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমুলক বিচার
দাবী করেছেন।
 
এই ঘৃণ্য কাজে সমাজের সকল শ্রেণীর মানুষ তিব্র নিন্দা জানান এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি জানান। 
 
এ বিষ‌য়ে দৌলতখান থানায় তি‌নি ৬ জনের না‌মে উ‌ল্লেখ ও ২০ জন‌কে অজ্ঞাত ক‌রে এক‌টি মামলার এজাহার জমা দি‌য়ে‌ছেন।
 
দৌলতখান থানার ও‌সি‌ মোঃ বজলার রহমান জানান, অ‌ভি‌যোগ পে‌য়ে‌ছি। বিষয়‌টি তদন্ত চল‌ছে