অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


লালমোহনে যমুনা লাইফ ইন্সুরেন্সের ব্যবসা উন্নয়ন ও কর্মীসভা অনুষ্ঠিত


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৯শে সেপ্টেম্বর ২০২০ রাত ১০:৩২

remove_red_eye

৫৩২





ওমর রায়হান অন্তর, লালমোহন: লালমোহনে যমুনা লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড এর ব্যবসা উন্নয়ন ও কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে । শনিবার সকাল ১১টায় যমুনা লাইফ ইন্সুরেন্স কোম্পানির লালমোহন জোনাল অফিসে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়। সভায় সিনিয়র এএমডি মোঃ মেজবাহ উদ্দিন আরজুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, যমুনা লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা (চলতি) কামরুল হাসান খন্দকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যমুনা লাইফের ডিএমডি (উন্নয়ন ও প্রশাসন) মোঃ জসিম উদ্দিন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, চরফ্যাশন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ শাহেদ আলী মিয়া, যমুনা লাইফের এএমডি মোঃ জাহাঙ্গীর আলম, সালমা জাহান বুলু প্রমূখ। সভায় বক্তারা বলেন, যমুনা লাইফ ইন্সুরেন্স কোম্পানী দীর্ঘদিন ধরে সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে। প্রত্যেক মানুষের জীবনে ইন্সুরেন্স করা প্রয়োজন। যমুনা লাইফের কর্মীদেরকে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করতে হবে। তাহলেই যমুনা লাইফ ইন্সুরেন্স কোম্পানী সফলতার দ্বার প্রান্তে পৌছতে পারবে।