অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলায় ফাহাদ হত্যা বিচারের দাবিতে বিভিন্ন সংগঠনের মানববন্ধন


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৯ই অক্টোবর ২০১৯ রাত ১০:৩৯

remove_red_eye

৮৪২

বাংলার কণ্ঠ প্রতিবেদক : বুয়েটের মেধাবি শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার বিচারের দাবিতে মানব বন্ধন করেছে ভোলা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন , ইশা ছাত্র আন্দোলন ও বন্ধুজন পরিষদ ।
মঙ্গলবার সকাল ১১টা ভোলা প্রেসক্লাবের সামনে মানববন্ধনে ভোলা ডেভেলপমেন্ট ফোরামের আয়োজনে শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করা হয়। ভোলা ডেভেলপমেন্ট ফোরামের চেয়ারম্যান সোলায়মান মামুনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন ভোলা ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও আজকের ভোলার সম্পাদক আলহাজ্ব মু. শতকাত হোসেন, উপদেষ্টা তরিকুল ইসলাম কায়েদ, সদস্য জাকির হোসেন সবুজ, অর্থ সম্পাদক নুরনবী হাওলাদার মনির, ভাইস চেয়ারম্যন শেখ ফরিদ , নবীর হাসান, মো: হারুন, আবদুল গনি, মো: মুন্না প্রমুখ। এসময় বক্তরা এই হত্যার সাথে জরিতদের অন্যতম অমিত শাহাকে মামলার এজাহার ভুক্তকরন , সাধারন শিক্ষার্থিদের নিরাপত্তা নিশ্চিত, মামলাটি পরিচালনার জন্য স্পেশাল ট্রাইবুনাল গঠন সহ প্রশাসনের কাছে ৬টি দাবি উপস্থাপন করেন।
অপরদিকে বুধবার দুপুর ১২ টার দিকে ফাহাদ হত্যা বিচারের দাবিতে ভোল সদর রোডের কে জাহান মার্কেটের সামনে মানববন্ধন করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ভোলা জেলা শাখা । বুধবার দুপুর ১২টার দিকে ইশা ছাত্র আন্দোলন ভোলা জেলা (উত্তর) এর সভাপতি মু. সাইফুল ইসলামের সভাপতিত্বে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় । এসময় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের ভোলা জেলা সহসভাপতি মাও: মিজানুর রহমান , তাজউদ্দিন ফারুকি , যুগ্ম সম্পাদক মাও: তরিকুল ইসলাম, লেখক ,প্রকাশক ও ইসলামী গবেষক মাও: এম ওবায়েদ বিন মোস্তফা , ছাত্র আন্দোলনের সাধারন সম্পাদক আবুল হাসেম , ছাত্রবিষয়ক সম্পাদক মো: ফিরোজ , আবু রায়হান প্রমুখ । এসময় বক্তরা বলেন বুয়েটের মত শিক্ষা প্রতিষ্ঠানে এ রকম বর্বর ঘটনা মেনে নেওয়া যায় না। যারাই এই ঘটনার সাথে জরিত থাকুক তাদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

একই দাবীতে মঙ্গলবার মানববন্ধন করেছে জাতীয় বন্ধুজন পরিষদ ভোলা । বেলা ১২টার দিকে ভোলা কালীনাথ রায়ের বাজার বন্ধুজন পরিষদ কার্যালয়ের সামনে বন্ধুজন পরিষদের প্রধান সমন্বয়কারী আসিফ আলতাফের নেতৃত্বে এই মানব বন্ধন অনুষ্ঠিত হয় ।
এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন দৈনিক আজকের ভোলার সম্পাদক আলহাজ¦ মুহাম্মদ শওকাত হোসেন, নাজিউর রহমান কলেজের উপাধ্যক্ষ পীযুস কান্তি হালদার, সাবেক ইউপি চেয়ারম্যান শাজাহান মিন্টু মোল্লা, বন্ধুজন পরিষদের সদস্য হেলাল উদ্দিন, রাসেল মাহমুদ, ব্যবসায়ী আ: রহমান সেন্টু, সমাজকর্মী আবুল হাসনাত তসলিম, বন্ধুজন পরিষদের সদস্য খন্দকার আল আমিন, মো: সোহেব, নাজিম উদ্দিন নিক্সন, আল আমিন হাওলাদার, মো: জাহাঙ্গীর আলম, ই¯্রাফিল, শাহাদাত শাকিল, আবদুল্লা আল রাসেল সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।