অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১লা নভেম্বর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


লালমোহনে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল পাবে ৩৯ হাজার ৬৩৫ শিশু


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৭ই সেপ্টেম্বর ২০২০ রাত ০৮:১৪

remove_red_eye

৫৩৯




ওমর রায়হান অন্তর, লালমোহন  : ভোলার লালমোহনে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল পাবে প্রায় ৩৯ হাজার ৬শত ৩৫ জন শিশু। এর মধ্যে ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৪ হাজার ৪শত ৯০ শিশু ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩৪ হাজার ৭শত ৮০ জন শিশু। বিচ্ছিন্ন চর কচুয়াখালীতেও ৩৬৫ জন শিশু পাবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল। উপজেলার ২১৯ টি কেন্দ্রে আগামী ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে এ কার্যক্রম। চলবে ৮ অক্টোবর পর্যন্ত। বৃহস্পতিবার দুপুরে লালমোহন হাসপাতালের হলরুমে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইন সর্ম্পকে অবহিতকরণ সভায় এ তথ্য জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মিজানুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন, লালমোহন হাসপাতালের আরএমও ডা. মো. মহসিন খান, মেডিকেল অফিসার ডাঃ হাবিবুর রহমান, ডাঃ আব্দুল্লাহ আল-মুর্শিদ, প্রেসক্লাব সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক মো. জসিম জনিসহ স্থানীয় পত্রিকার সাংবাদিকগণ।