অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


দৌলতখানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ৫ জনকে পিটিয়ে আহত


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ১৫ই সেপ্টেম্বর ২০২০ রাত ১১:১০

remove_red_eye

৬৫৪


দৌলতখান প্রতিনিধি :  ভোলার দৌলতখানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নারীসহ পাঁচজনকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। আহতরা হলেন,বজলু (৫০), তার স্ত্রী হোসনে আরা (৪৫), মেয়ে সুরমা (২৫), সুফিয়া আক্তার (১২) ও সুমাইয়া। সুমাইয়া প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। বাকীরা দৌলতখান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মধ্য জয়নগর গ্রামের কাজী মইনউদ্দিন ব্যাপারী বাড়িতে সোমবার বিকালে এ মারধরের ঘটনা ঘটে।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত হোসনে আরা সাংবাদিকদের জানান, সোমবার বিকালে নাতি মিহাদ (৫) এর সাথে স্বপনের মেয়ে সানজীদার খেলাধুলাকে কেন্দ্র করে বাকবিতÐা হয়। বাকবিতÐাকে কেন্দ্র করে স্বপন, তার ভাই আলম ও রুহুল আমিনসহ ৮ থেকে ১১ জন মিলে আমাদের বেধড়ক মারধর করে। এতে করে আমিসহ আমার পরিবারের বজলু, সুরমা, সুফিয়া আক্তার ও সুমাইয়া গুরুত্বর আহত হয়।
এদিকে স্বপনের ভাই রুহুল আমিন জানান, ঘটনার সময় আমি ছিলামই না। আমরা কাউকে কোন মারধর করেনি।
দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলার রহমান জানান, এঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের পর পুলিশ বিষয়টি তদন্ত করছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।