অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১লা নভেম্বর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


লালমোহন ধলীগৌরনগর (উত্তর) যুবলীগের আহবায়ক কমিটি গঠন


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৫ই সেপ্টেম্বর ২০২০ রাত ১১:০৭

remove_red_eye

৬৩৬



লালমোহন প্রতিনিধি : লালমোহন ধলীগৌরনগর ইউনিয়ন (উত্তর) যুবলীগের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। পুর্বের কমিটি বিলুপ্ত করে উপজেলা যুবলীগের আহবায়ক আবুল হাসান রিমন মঙ্গলবার এ কমিটি ঘোষণা করেন।
ঘোষিত নতুন কমিটিতে মোঃ মাকসুদুর রহমান বাবুল হাওলাদারকে আহবায়ক, মোশারফ হোসেন, ফারুক মেম্বার, মো: অহিদুর রহমান, হোসনাইন করিম শিশির, মো: ইদ্রিছ হোসেন, মো: মাহতাব উদ্দিন হাছান, মো: নজরুল ইসলাম মনজু, মো: রিফাত হোসেন, মো: কামরুল ইসলাম, মো: শিহাব উদ্দিনকে যুগ্ম আহবায়ক করে ২১ সদস্য বিশিষ্ট ধলীগৌরনগর ইউনিয়ন (উত্তর) যুবলীগের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।
উপজেলা যুবলীগের আহবায়ক আবুল হাসান রিমনের সভাপতিত্বে ধলীগৌরনগর ইউনিয়ন (উত্তর) যুবলীগের এক সভা অনুষ্ঠিত হয়। পরে উপজেলা যুবলীগের আহবায়ক আবুল হাসান রিমন, যুগ্ম আহবায়ক জয়ন্ত চন্দ পন্টি ও ইউসুফ হোসেন মনজু স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে আহবায়ক কমিটি ঘোষণা করেন। কমিটি ঘোষণা করায় নতুন আহবায়ক কমিটির পক্ষ থেকে ভোলা-৩ আসনের এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন ও উপজেলা যুবলীগের আহবায়ক, যুগ্ম আহবায়কসহ সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান।