অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১লা নভেম্বর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


লালমোহন থানার নবাগত ওসির সাথে সাংবাদিকদের পরিচিতি সভা


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৫ই সেপ্টেম্বর ২০২০ রাত ১১:০৬

remove_red_eye

৭৮৩



লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন থানায় নবযোগদানকারী অফিসার ইনচার্জ (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদের সাথে উপজেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে থানা হলরুমে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্যে ওসি মুরাদ বলেন, লালমোহন থানাকে ডিজিটাল সেবার আওতায় আনা হবে। যে কেউ যাতে অনলাইনে অভিযোগ করতে পারে সেজন্য খুব শিগগিরই কাজ শুরু করা হবে। অনলাইনে অভিযোগ পেলে দ্রæত আইননানুগ ব্যবস্থা নেওয়া হবে। যেনো সাধারণ মানুষকে হয়রানী হতে না হয়। যেকোনো অন্যায় অনিয়মের বিরুদ্ধে পুলিশ ও সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো। এছাড়াও উপজেলা থেকে কিশোর গ্যাং নির্মূল করা হবে। কোনো স্কুল পড়–য়া শিক্ষার্থীরা  রাতে কোথায়ও আড্ডা দিলে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
ওসি আরও বলেন, বাল্য বিবাহ বন্ধে থাকবে জিরো টলারেন্স। জুয়াড়ীদের বিরুদ্ধেও কঠোর অবস্থানে থাকবে পুলিশ। মাদক ব্যবসায়ী ও সেবীদের সাথে কোনো সখ্যতা নয়। শিগগিরই লালমোহন উপজেলা হবে মাদক মুক্ত উপজেলা।
এসময় ওসি (তদন্ত) মো: বশির আলম, লালমোহন প্রেসক্লাবের সভাপতি আব্দুর সাত্তার, সাধারণ সম্পাদক মো: জসিম জনিসহ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।