অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলায় বাস মালিক সমিতির নব নির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠিত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৪ই সেপ্টেম্বর ২০২০ রাত ১০:০৭

remove_red_eye

২০৪২



বাংলার কন্ঠ প্রতিবেদক :   ভোলায় জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির নব নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার শহরের উকিল পাড়ায় অবস্থিত সমিতির প্রধান কার্যালয়ে নির্বাহি পরিষদের এ শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় নব নির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি মো. আকতার হোসেন। এর আগে বাস মালিকদের সম্মতিতে আগামী দুই বছরের জন্য মো. আকতার হোসেনকে সভাপতি, আবুল কালামকে সাধারন সম্পাদক ও মো. সফিকুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। আগামী দুই বছর এ কমিটি সমিতির সকল কার্যক্রম পরিচালনা করবেন। শপথ শেষে কমিটির সদস্যরা ভোলা-১ আসনের সংসদ সদস্য সাবেক বাণিজ্যমন্ত্রী  তোফায়েল আহমেদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।