অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


লালমোহনের ফরাজগঞ্জ ইউপির নির্বাচনের তফসিল ঘোষণা


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৩ই সেপ্টেম্বর ২০২০ রাত ১০:১৬

remove_red_eye

৫৭৩



লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের নির্বাচনী তফসীল ঘোষণা করা হয়েছে। রবিবার নির্বাচন পরিচালনা-২ উপসচিব মো. আতিয়ার রহমান ও নির্বাচন কমিশন সচিবালয় সহকারী সচিব মোহাম্মদ আশফাকুর রহমান স্বাক্ষরিত চিঠি লালমোহন উপজেলা নির্বাচন অফিসে পাঠানো হয়।
এব্যাপারে উপজেলা নির্বাচন অফিসার মো. আমির খসরু গাজী জানান, মেয়াদ উত্তীর্ণজনিতসহ বিভিন্ন সমস্যার কারণে দীর্ঘদিন ফরাজগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত ছিল। রবিবার নির্বাচন শুরু করার জন্য নির্বাচন কমিশন থেকে একটি চিঠি পাঠানো হয়েছে। সে অনুযায়ী রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৩ সেপ্টেম্বর-২০২০, রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের শেষ তারিখ ২৬ সেপ্টেম্বর-২০২০, মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়ের ২৭-২৯ সেপ্টেম্বর-২০২০, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৩ অক্টোবর-২০২০, প্রতীক বরাদ্দের শেষ তারিখ ৪ অক্টোবর-২০২০ ও ভোট গ্রহণের তারিখ ২০ অক্টোবর-২০২০।