অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১লা নভেম্বর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


লালমোহনে বিট পুলিশিং কর্মশালা


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১২ই সেপ্টেম্বর ২০২০ রাত ০৯:৩৬

remove_red_eye

৪২১



লালমোহন  প্রতিনিধি : ভোলার লালমোহনে বিট পুলিশিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে লালমোহন  থানা হলরুমে এ কর্মশালা হয়। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান। এসময় বিট পুলিশিংয়ের মাধ্যমে গ্রাম-গঞ্জের অপরাধ দমন ও জনগনের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে থানায় কর্মরত এএসআই এবং এসআইদের দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান। উপস্থিত ছিলেন, ওসি (ভারপ্রাপ্ত) মো. বশির আলম প্রমুখ।