অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


দৌলতখানে অসহায় পরিবারের মাঝে নৌবাহিনীর ত্রাণ বিতরণ


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ১১ই সেপ্টেম্বর ২০২০ রাত ১০:১৫

remove_red_eye

৫৮৩


 দৌলতখান প্রতিনিধি : দৌলতখানে করোনা ভাইরাস সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব মেনে ঘরে থাকা নিম্নআয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষে মাইকিং ও সচেতনতা সভা করেছেন নৌ-বাহিনী।
শুক্রবার সকাল ১১টায় দৌলতখান বাজারের পৌর শহরের দক্ষিণ মাথায় করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব মেনে ব্যবসায়ীদেরকে মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহাররের সুফল সম্পর্কে সচেতনতা সভা করেন ভোলা নৌ-বাহিনীর লেফটেন্যান্ট এম মোহাইমেনুল হক মৃদু।

এ ছাড়াও ঘরে থাকা নিম্নআয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে,চাল, ডাল, তেল, চিনি, লবন, আলুসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি । এ সময় নৌবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।