অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১লা নভেম্বর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


লালমোহন পৌরসভায় দৃষ্টি নন্দন স্থাপনা হবে: প্রকল্প পরিচালক


জসিম জনি

প্রকাশিত: ১১ই সেপ্টেম্বর ২০২০ রাত ১২:৩৩

remove_red_eye

৭০৩


মো. জসিম জনি, লালমোহন থেকে: উপক‚লীয় শহর অবকাঠামো প্রকল্প-২ এর আওতায় লালমোহন পৌরসভা কর্তৃক প্রস্তাবিত প্রকল্প সম‚হ নিয়ে লালমোহন পৌরসভার মেয়র, কাউন্সিলরবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় লালমোহন পৌরসভার মেয়র হাজী এমদাদুল ইসলাম তুহিনের সভাপতিত্বে পৌরসভা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দ্বিতীয় উপক‚লীয় শহর পরিবেশগত অবকাঠামো প্রকল্প-২ এর প্রকল্প পরিচালক সাইফুল ইসলাম সহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপ-প্রকল্প পরিচালক মো. আল আমিন ফয়সাল।
মতবিনিময় সভায় প্রধান অতিথি বলেন, লালমোহন পৌরসভা প্রথম শ্রেণির একটি পৌরসভা। এখানে দেখার মত উন্নয়ন দরকার। উপকূলীয় এ এলাকায় দুর্যোগ হানা দেয় বারবার, তা দেখে আমাদের কাজ করতে হবে। এশিয়ান উন্নয়ন ব্যাংকের আর্থিক সহায়তায় একটা ডোনার প্রজেক্ট শুরু করতে কমপক্ষে আড়াই থেকে তিন বছর সময় লাগে। লালমোহন পৌরসভায় কিছু দৃষ্টি নন্দন স্থাপনা নির্মানসহ ড্রেন, রাস্তা ও বর্জ ব্যবস্থাপনা করা হবে। প্রয়োজনীয় স্কীমগুলো সম্পন্ন করতে সকলের সহযোগিতা চাইলেন প্রধান অতিথি।
এ সময় লালমোহন পৌরসভার নির্বাহী প্রকৌশলী দ্রæবলাল দত্ত বনিক, সহকারী প্রকৌশলী মো. নিজাম উদ্দিন, কাউন্সিলরবৃন্দ, সাংবাদিকবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।