অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


বোরহানউদ্দিন পৌরসভায় ১৮ কি.মি পানি সরবরাহ কাজ উদ্বোধন


বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১১ই সেপ্টেম্বর ২০২০ রাত ১২:২৮

remove_red_eye

৮৪২



বোরহানউদ্দিন প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিন পৌরসভায় দ্বিতীয় পর্যায়ে প্রায় পৌনে ২ কোটি টাকা ব্যয়ে বাসা-বাড়িতে ১৮ কি. মি. পানি সরবরাহ লাইনের কাজ উদ্বোধন করা হয়েছে।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অর্থায়ন ও বাস্তবায়নে সারাদেশে ৪০ টি পৌরসভায় পানি সরবরাহ লাইন বাস্তবায়ন প্রকল্পের আওতায় ওই কাজ হচ্ছে।
বৃহস্পতিবার দুপুরে বোরহানউদ্দিন মহিলা ডিগ্রী কলেজ প্রাঙ্গণে বোরহানউদ্দিন পৌরসভার মেয়র মো. রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সরবরাহ লাইনের কাজ উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে দেশ ও জাতির শান্তি কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন, মাও. মো. সামছুদ্দিন।
ওই সময় বোরহানউদ্দিন মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ হারুন-অর-রশীদ, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মাহফুজুর রহমান, পৌরসভার সহকারী প্রকৌশলী আ. সাত্তার, উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান ও ওয়ার্ড কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।