বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১ই সেপ্টেম্বর ২০২০ রাত ১২:১৯
৭৪৬
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় ডাচ্ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাবসায়ী আলাউদ্দিন হত্যার এক বছর পেরিয়ে গেলেও চাঞ্চল্যকর মামলার মূল ঘাতক চিহ্নিত হয়নি এমনকি প্রকৃত আসামীদের গ্রেফতার পর্যন্ত হয়নি। উল্টো প্রকৃত ঘটনা ধামাচাপ দিয়ে নিহতের স্ত্রী ও ৪ অবুঝ শিশু সন্তানদের বাড়ি থেকে উচ্ছেদ করার চেষ্টা করা হচ্ছে। এমনকি নিহতের মেঝ শিশু সন্তাককে অপহরনের চেষ্টা করা হয়। এমন পরিস্থিতিতে ভীত সন্ত্রস্থ অসহায় পরিবারটি তাদের জীবনের নিরাপত্তা ও প্রকৃত আসামীদের গ্রেফতারসহ দ্রæত বিচারের দাবী জানিয়ে বৃহস্পতিবার দুপুরে ভোলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে।
সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগ তুলে ধরেন আলাউদ্দিন মোল্লার স্ত্রী শাহনাজ আক্তার রিতু । শিশু সন্তান নিয়ে অভিযোগ তুলে ধরে এ সময় কান্নায় ভেঙে পড়েন শাহনাজ। তিনি বলেন, গত বছরের ৬ অক্টোবর ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে আলাউদ্দিনকে রাতে গলা কেটে হত্যা করা হয়। স্বামী হত্যা মামলার বাদি তার হওয়ার কথা ছিল। কিন্তু তাকে না জানিয়ে বাদি হয়েছেন আলাউদ্দিনের ভাই মোঃ জাফর। আলাউদ্দিন কম্পিউটার চালাতে পারতেন না। তাই তার লাখ লাখ টাকার লেন দেন পোষ্টিং দিতেন পাশ^বর্তী বাড়ির মাদ্রাসা শিক্ষক শামিম মাস্টার। ওই শামিম মাস্টার জানতেন আলাউদ্দিনের সকল টাকার হিসাব। ঘটনার রাতে আলাউদ্দিনের গলায় ছুরিকাঘাত করার পর আলাউদ্দিন বাড়ির দিকে ছুটে আসেন। তাকে হাসপাতালে মটর সাইকেল যোগে নেয়ার পথে পুনরায় হত্যা নিশ্চিত করা হয়। ওই সময় শামিম মাস্টার কোথায় ছিলেন । তার ভূমিকা কি ছিল। এমন নানা প্রশ্ন তুলে ওই হত্যার নেপথ্যে শামীম মাষটারের তার হাত ছিলো বলে অভিযেগ করেন। অথচ প্রথম থেকে নিজেকে আড়াল করে মামলা অন্যদিকে নেয়ার চেস্টা চালায় এরা। সঠিক তদন্ত হলে অনেক রহস্য বের হবে উল্লেখ করে সংবাদ সম্মেলনে শাহনাজ আরো অভিযোগ করেন আলাউদ্দিন ডাচবাংলাসহ, বিভিন্ন ব্যবসা ছিল। তিনি আরো অভিযোগ করেন, তাদের ব্যবসা প্রতিষ্ঠান এজেন্ট ব্যাংকে ওই দিন ৬০ /৭০ লাখ টাকা ছিল। কাগজের কাটুন ভর্তি এই সব টাকা হাতিয়ে নেন দেবর জামালসহ শামিম মাস্টাররা। এই সব টাকার হিসাব চাওয়ায় শ্বশুর , দেবর ও শামিম মাস্টার তাকে বাড়ি থেকে উৎখাত করতে ওই বাড়ি বিক্রি করার চেস্টা চালায়। উপায়ন্ত না পেয়ে মনপুরা উপজেলা চেয়ারম্যানের কাছে হিসাবের জন্য লিখিত আবেদন করি। উপজেলা চেয়ারম্যানের নেতৃত্বে ৪ ইউপি চেয়ারম্যানসহ একটি টিম কয়েক দফা তদন্তে আলাউদ্দিনের রেখে যাওয়া কোটি টাকার হিসেবে নয়ছয় ও লোপাট করার প্রমান পেয়েছেন। যার লিখিত প্রতিবেদন তুলে ধরেন শাহানাজ আক্তার। শাহনাজ অভিযোগ করেন, তিনি যাতে স্বামী হত্যার বিচার না চান এবং সম্পত্তির ভাগ না চান, এ জন্য তার ১০ বছর বয়সী মেঝ মেয়েকে দুই দফা অপহরণ করা হয়। পরে ফেরত দিয়ে যায়। বার বার ভয়ভীতি দেখানো হচ্ছে। এ অবস্থায় শাহনাজ আক্তার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান। স্বামীর হত্যার বিচার পাওয়ার বিষয় যেমনি অনিশ্চিত তেমনি সন্তানদের অধিকার ও ভবিষ্যতও অনিশ্চিত হয়ে পড়েছেন শাহনাজ আক্তার। অপর দিকে আলাউদ্দিনের স্ত্রী শাহনাজ আক্তার রিতু বাদী হয়ে স্বামীর হত্যা নিয়ে গত ৩ সেপ্টেম্বর মনপুরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে দশজনকে আসামী করে পৃথক একটি মামলা করেন। ওই মামলায় শ্বশুর মজিবল হক মোল্লা, দেবর জামাল, জাফর, মহসিন, মাইনুদ্দিন, সামসুদ্দিন, প্রতিবেশি শামীম মাষ্টার ও পুরাতন মামলার তিন আসামী জয়নাল, আবু কালাম ও দিবাকরকে আসামী করা হয়। অন্যদিকে মনপুরা থানায় প্রথম দায়ের করা মামলায় ১ জন ছাড়া সকল আসামী জামিনে বের হয়ে তাদের হয়রানি করছে বলেও অভিযোগ রয়েছে। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, শাহনাজের ৪ সন্তান ও শাহানাজের পিতা আবুল কাশেম, ভাই আবুল কালাম।
ভোলায় ধান চাউল আড়ৎ মালিক সমিতির কমিটি গঠন
আমরা সবাই চাই একটি সুষ্ঠু নির্বাচন হোক: পররাষ্ট্র উপদেষ্টা
ভোলায় আবাসিক হোটেল থেকে ব্যবসয়ারী ঝুলন্ত মরদেহ উদ্ধার
ভোলায় অসহায় দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ
২৪ ঘণ্টার মধ্যে এনআইডি পাবেন তারেক রহমান
বাবার সঙ্গে ভোটার হচ্ছেন জাইমা রহমান
ঢাকা-১৭ আসনে ভোটার হচ্ছেন তারেক রহমান: ইসি সচিব
ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান
মাঠেই হার্ট অ্যাটাক করে মারা গেলেন ঢাকা ক্যাপিটালসের কোচ
বিএনপিতে যোগ দিয়ে মনোনয়ন পেলেন রাশেদ খান
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় কুপিয়ে হত্যা করে ব্যবসায়ীর টাকা ছিনতাই, আটক এক