অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


চরফ্যাশনে অসহায় পরিবারকে কোস্ট ট্রাস্টের অর্থ সহায়তা


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ৬ই সেপ্টেম্বর ২০২০ রাত ১০:৪২

remove_red_eye

৬৫৯



এআর সোহেব চৌধুরী, চরফ্যাশন : ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানায় অসহায় এক পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে বেসরকারি এনজিও সংস্থা কোস্ট ট্রাস্ট।
রবিবার (৬সেপ্টেম্বর) বিকেলে উপজেলার দক্ষিন আইচা থানার গণ স্বাস্থ্য হাসপাতাল সংলগ্ন কলোনির বাসিন্দা কাঞ্চন ব্যাপারী অসুস্থতাজনিত কারণে মারা গেলে তার স্ত্রী জমেলা খাতুন (৭০) এর হাতে এ নগদ অর্থ সহায়তা তুলে দেন ভোলা জেলা কোস্ট ট্রাস্টের সহকারি পরিচালক রাশিদা বেগম।
এসময় উপস্থিত ছিলেন ভোলা জেলা নাগরিক ফোরাম ও উপজেলা জলাবায়ু ফোরামের সভাপতি এম আবু সিদ্দিক, কোস্ট ট্রাস্ট চরফ্যাশনের এডমিন অফিসার নুরুল ইসলাম, প্রোগ্রাম অফিসার মো. আতিকুর রহমান ও জলাবায়ু ফোরামের সদস্য মো.তরিকুল ইসলাম।