অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১লা নভেম্বর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


লালমোহনে জাহাঙ্গির কবির নানকের পুত্রের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৬ই সেপ্টেম্বর ২০২০ রাত ১০:১১

remove_red_eye

৪৬৭




লালমোহন  প্রতিনিধি : ভোলার লালমোহনে আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গির কবীর নানকের পুত্র মরহুম সায়েমুর রহমানের ৯ বম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে উপজেলা ছাত্রলীগের আয়োজনে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দিন আরজু, উপজেলা ছাত্রলীগের আহবায়ক এটিএম মুর্তজা সজীব প্রমুখ।