অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


চরফ্যাশনে গাছ কাটা নিয়ে যুবককে মারধর


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২রা সেপ্টেম্বর ২০২০ রাত ০৯:২৮

remove_red_eye

১০৫১



চরফ্যাসন  প্রতিনিধি : ভোলার চরফ্যাশনে বসতবাড়ির গাছ কাটাকে কেন্দ্র করে হামলায় মিরাজুল ইসলাম মুঈন (২২) নামের এক যুবক আহত হওয়ার খবর পাওয়া গেছে।  বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলার জিন্নাগড় ইউনিয়নের ২নং ওয়ার্ডে ভূক্তভোগীর নিজ বসতবাড়িতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মরহুম আবু তাহের মিয়ার ছোট ছেলে মিরাজুল ইসলাম মিরাজের বসতবাড়ির অংশের গাছ কাটার সময় বড় ভাই হুমায়ুন কবির ও সবুজ এসে বাধাঁর সৃষ্টি করে এসময় মিরাজুল ইসলাম মুঈনের সাথে বাকবিতন্ডা হলে হুমায়ুন কবির ও সবুজ মিলে লাঠিসোটা দিয়ে এলোপাথারি মারধর ও ফোলা জখম করে মিরাজুল ইসলাম মুঈনের বাম চোখে লাঠির আঘাতে গুরুতর জখম করে।

তাৎখনিক স্থানিয়রা এসে তাকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসে। এবিষয়ে স্থানীয়রা জানান, গাছ কাটাকে কেন্দ্র করে উভয় পক্ষের মাঝে হাতাহাতির ঘটনা ঘটে। এ অভিযোগের বিষয়ে সবুজকে একাধিক ফোন দিলেও তাকে ব্যস্ত পাওয়া যায়। চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ মো.মনির হোসেন মিয়া জানান, গাছ কাটা সংক্রান্ত মারামারির একটি অভিযোগ পেয়েছি,তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।