অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


ভোলায় স্বেচ্ছাসেবী সংস্থার মাঝে আর্থিক চেক বিতরণ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১লা সেপ্টেম্বর ২০২০ রাত ০১:৩৫

remove_red_eye

৫৯০



হাসনাইন আহমেদ মুন্না :  জেলায় আজ জাতীয় সমাজ কল্যাণ পরিষদ’র উদ্যেগে স্বেচ্ছাসেবী সংস্থার মাঝে আর্থিক চেক বিতরণ করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১ টায় জেলা প্রশাসক কার্যালয়ের হল রুমে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো: আতাহার মিয়া। জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তর যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে।
জেলা সমাজসেবা অধিদফতর’র উপ-পরিচালক মো: নজরুল ইসলামের সভাপতিত্বে বক্ত্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মহাসিন আল ফারুক, বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রামীণ জন উন্নয়ন’র নির্বাহী পরিচালক জাকির হোসেন মইন।
এসময় প্রধান অতিথি বলেন, মাঠ পর্যায়ে স্বেচ্ছাসেবী সংস্থাসমূহ ব্যাপক কাজ করে থাকে। দেশের সার্বিক উন্নয়নে এদের ভুমিকা অনেক গুরুত্বপূর্ণ। কারণ সরকারের একার পক্ষে সকল কাজ করা সম্ভব নয়। তাই তাদের উৎসাহ দিতেই আজকের এই আয়োজন। প্রতিবছরই সরকার এমন অনুদান দিয়ে থাকে। সরকারের লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে এনজিওগুলোকে কাজ করার জন্য আহŸান জানান তিনি।
জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক মো: নজরুল ইসলাম বলেন, অনুষ্ঠানে মোট জেলার মোট ৪০টি সংস্থাকে ১২ লাখ ৩০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। প্রত্যেকের মাঝে ৩০ থেকে ৩৫ হাজার টাকার চেক তুলে দেয়া হয়।







আরও...