অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


বোরহানউদ্দিনে ৩ মেধাবী দরিদ্র শিক্ষার্থীর লেখা-পড়ার দায়িত্ব নিলেন পৌর মেয়র


বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১লা সেপ্টেম্বর ২০২০ রাত ০১:২১

remove_red_eye

৭৬০



বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিনে ৩ জন মেধাবী দরিদ্র শিক্ষার্থীর এইচএসসি’তে  লেখা-পড়ার যাবতীয় দায়িত্ব নিয়েছেন বোরহানউদ্দিন পৌরসভার মেয়র মো. রফিকুল ইসলাম। সোমবার সকালে  পৌর মেয়র বোরহানউদ্দিন পৌরসভা কার্যালয়ে ওই তিন শিক্ষার্থীর হাতে প্রাথমিক খরচ হিসেবে ৩৩ হাজার টাকা তুলে দেন। এর আগে তিনি তাঁদের এসএসসিতে  অর্জিত ফলাফল ধরে রাখার পাশাপাশি সু-নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহবান জানান। ওই সময় তিন শিক্ষার্থীর অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
চলতি বছর এসএসসি পরিক্ষায় বোরহানউদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় থেকে দারিদ্রকে জয় করে  মো. ইসমাইল ও কুতুবা মাধ্যমিক বিদ্যালয় থেকে মো. শামীম এবং মো. রায়হান বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ অর্জন করে। দারিদ্রতার কারণে ওই তিন শিক্ষার্থীর পরবর্তী পড়াশোনা অনিশ্চয়তার মধ্যে পড়ে যা বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়। ওই সংবাদ দেখে পৌর মেয়র মো. রফিকুল ইসলাম তাঁদের পড়াশোনার যাবতীয় দায়িত্ব নেন।