অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


দৌলতখানে ইউএনও’র সাথে শিক্ষার্থীদের ক্যারিয়ার আড্ডা


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ২৮শে আগস্ট ২০২০ রাত ১০:০৫

remove_red_eye

৬৪৪



দৌলতখান প্রতিনিধি : ভোলার দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা জীতেন্দ্র কুমার নাথের সঙ্গে বিভিন্ন বিশ^বিদ্যালয় পড়–য়া ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে করণীয় সম্পর্কে ‘ক্যারিয়ার আড্ডা’ অনুষ্ঠিত হয়েছে। সেচ্ছাসেবী সংগঠন গ্রীন আইয়ের উদ্যোগে শুক্রবার সকাল ১০ টা থেকে দুইঘন্টা ব্যাপী দৌলতখান সরকারি আবু আবদুল্লা কলেজ হল রুমে এ আড্ডা অনুষ্ঠিত হয়। ক্যারিয়ার আড্ডায় প্রধান আলোচক হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা জীতেন্দ্র কুমার নাথ শিক্ষার্থীদের উদ্দেশে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। জীবন,সংগ্রাম ও শিক্ষার্থীদের বিভিন্ন অজানা প্রশ্নের উত্তর,বিভিন্ন বিষয়ে সমস্যার সমাধানে দিক-নির্দেশনা প্রদান করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন, দৌলতখান সরকারি আবু আবদুল্লা কলেজের সহকারী অধ্যাপক্ষ অনুপ কুমার গোলদার, গোবিন্দ প্রসাদ সরকার, প্রভাষক আব্দুল খালেক, মতিউর রহমান ও দৌলতখান সরকারি উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক জাহাঙ্গীরসহ আরও অনেকে।