বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৯শে ডিসেম্বর ২০২৫ রাত ০৯:৫৮
৪৫
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার রাজাপুর ইউনিয়নে গেলো কয়েক দিন আগে ছাত্রদল নেতা রিফাত হত্যার প্রতিবাদে ও বিচারের দাবীতে বিএনপির বিক্ষোভ মিছিলে ককটেল বিস্ফোরণের অভিযোগে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপির) কার্যালয়ে হামলা, ভাঙচুরের ঘটনা ঘটেছে।
এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের গুলি। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে ফাঁকা গুলি ছুড়ে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলের দিকে ভোলা শহরের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৪ডিসেম্বর সদর উপজেলার রাজাপুর ইউনিয়ন ছাত্রদল নেতা সিফাতকে এলোপাথারিভাবে কুপিয়ে হত্যা করা হয়। সেই ঘটনার প্রতিবাদে ও ছাত্রদল নেতা সিফাত হত্যার বিচারের দাবিতে সোমবার বিকালে জেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের সদর রোড হয়ে জেলা প্রশাসক কার্যালয়ে সামনে দিয়ে যায়। এ সময় মিছিলের পিছনের অংশে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটে বলে বিএনপি অভিযোগ করেন। এঘটনায় বিএনপির মিছিলে থাকা একটি অংশ উত্তেজিত হয়ে শহরের নতুন বাজার এলাকায় জেলা বিজেপির দলীয় কার্যালয়ে হামলা চালায় ও অফিসের আসবাবপত্র ভাংচুর সহ মালামাল তছনছ করে । প্রায় আধাঘন্টা ব্যাপী নতুন বাজার এলাকায় উত্তেজনা বিরাজ করে। এ সময় বিজেপির অফিসের সামনে আন্দালিব রহমানের লিফলেট রাস্তায় ছড়িয়ে দেয়।পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
এ ব্যাপারে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হারুন অর রশিদ ট্রুম্যান অভিযোগ করে বলেন, বিএনপির শান্তিপূর্ণ মিছিলে বিজেপির কিছু কর্মীরা ককটেল ও গুলি ফাটিয়ে পরিস্থিতি অশান্ত করে।
অন্যদিকে এ ঘটনার জন্য বিএনপিকে দায়ী করছেন বিজেপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট মনিরুল ইসলাম। এসময় তাদের দলের নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির আনা ককটেল নিক্ষেপের অভিযোগ অস্বীকার করেন বলেন, বিএনপির সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। নির্বাচন সামনে রেখে একটি গ্রুপ শান্ত পরিবেশকে নষ্ট করার জন্য ষড়যন্ত্র চালাচ্ছে।
ভোলা মডেল থানার ওসি মুহম্মদ মনিরুল ইসলাম জানান,পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ শর্টগানের ফাঁকা গুলি ছুড়ে । বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলেও তিনি উল্লেখ করেন। ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা মো. আরিফুজ্জামান সাংবাদিকদের জানান, নির্বাচনি আচরণবিধি ভঙ্গ হয়েছে কি না তদন্ত করে নির্বাচন কমিশনকে জানানো হবে।
ভোলায় বিআরডিবির সাবেক চেয়ারম্যান মাইনুল আলমের ইন্তেকাল
মনপুরায় পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ ও মৎস্যলীগের তিন নেতা গ্রেফতার
ভোলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত
ভোলা-৪ আসনে ৮ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল
আসুন দেশটাকে নতুন করে গড়ে তুলি : তারেক রহমান
নির্বাচনে আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে হবে : আইজিপি
যথাযোগ্য মর্যাদায় বিজিবি দিবস উদযাপিত
দেড়যুগ পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এসেছেন তারেক রহমান
আসন্ন নির্বাচন আয়োজনে ‘আমরা পুরোপুরি প্রস্তুত’ : প্রধান উপদেষ্টা
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় কুপিয়ে হত্যা করে ব্যবসায়ীর টাকা ছিনতাই, আটক এক