অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


মনপুরায় পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ ও মৎস্যলীগের তিন নেতা গ্রেফতার


মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ২৯শে ডিসেম্বর ২০২৫ রাত ০৯:৩৪

remove_red_eye

৩০

মোঃ সজীব মোল্লা,  মনপুরা : ভোলার মনপুরায় বিশেষ অভিযান চালিয়ে যুবলীগ ও মৎস্যলীগের তিন নেতাকে আটক করে পুলিশ। 
রোববার রাত সাড়ে ১১ টায় উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নে অভিযান চালিয়ে ওই তিন নেতাকে নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ। 
পরে সোমবার দুপুর সাড়ে ১২ টায় পুলিশের ওপর হামলা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে পুলিশ।
গ্রেফরাতকৃতরা হলেন, উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি রহমান মাঝি, ৭ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শাহে আলম ও ৭ নং ওয়ার্ড মৎস্যলীগের সভাপতি খোকন মাঝি।
এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফরিদ উদ্দিন জানান, অপারেশন ডেবিল হান্ট ফেইজ-২ এর আওতায় বিশেষ অভিযান চালিয়ে যুবলীগ ও মৎস্যলীগের তিন নেতাকে আটক করা হয়। পরে পুলিশের ওপর হামলা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করা হয়।