অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


ভোলায় ঝড় ও জলোচ্ছ্বাসে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল লঞ্চঘাট বিধস্ত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৭শে আগস্ট ২০২০ রাত ০৯:৩৬

remove_red_eye

৫১১

বাংলার কন্ঠ প্রতিবেদক: ভোলায় ঝড়ের তান্ডাবে বিধস্ত হয়েছে দৌলতখান বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল লঞ্চঘাটের টার্মিনাল পন্টুন। বিছিন্ন হয়ে পড়েছে যোগযোগ ব্যবস্থা। বিধস্ত হওয়ার দুইদিন পরে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত বিআইডব্লিউটিএ’র কর্মকর্তাদের কেউ ওই ঘাটে যান নি বলে অভিযোগ করেন এলাকার ইউপি চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগ সহসভাপতি গোলাম নবী নবুসহ স্থানীয়রা। সকালে সরেজমিনে ওই ঘাটে গিয়ে দেখা যায় গাটে শতাধিক যাত্রী লঞ্চের জন্য অপেক্ষা করছেন। ঘাট ও পন্টু বিধস্ত হওয়ায়, কেউ যেতে পারছেন না। ঘাটের অনেকাংশ জোয়ারের পানিতে ভেঙে গেছে। স্থানীয়রা দাবি জানান ওই ঘাটসহ এলাকার ভাঙন রোধে জরুরী ভিত্তিতে সিসি ব্লক দেয়ার জন্য। অপরদিকে ভোলার ইলিশা লঞ্চঘাটের বিধস্ত ও ডুবে যাওয়া পন্টুন উদ্ধার অভিযান শুরু হয় নি। এমন কি অতিজোয়ারে হাইওয়াটার ফেরিঘাট তলিয়ে থাকায় ওই ঘাটেও লঞ্চ ও ফেরিচালাচল বন্ধ রয়েছে। সকাল থেকে ঢাকা ও চট্টগ্রামগামী কয়েক হাজার যাত্রী লঞ্চ, সিট্রাক ও ফেরিতে যেতে পারে নি। ঘাট এলাকা জোয়ারের পানিতে তলিয়ে থাকায় অনেক যাত্রী ঝুৃকি নিয়ে নৌকা যোগে গিয়ে মাঝ নদীতে নদীতে অপেক্ষমান লঞ্চে ওঠে । ঘাট ইজারাদার ইউনিয়ন আওয়ামী লীগ সম্পাদক হোসেন শহীদ সোয়ারদী জানান, এদিকে বৈরী আবহাওয়ার জন্য বুধবার লঞ্চ ফেরি চলাচল বন্ধ ছিল। সকাল থেকে আবহাওয়া ভালো হলেও ঘাট উন্নয়নে বিআইডব্লিউ’র পক্ষ থেকে কোন কাজ না করায় জোয়ারের পানিতে তলিয়ে থাকার জন্য লঞ্চ ও ফেরি চলাচল করতে পারে নি। প্রায় দেড় কোটি টাকায় ঘাট ইজারা নিয়ে এখন চরম লোকসানের মধ্যে রয়েছেন বলেও জানান ইজারাদার। দেশের ২১ জেলার সহজযোগযোগের রুট হিসেবে পরিচিত ভোলা-লক্ষ্মীপুর রুটে যাত্রীদেও যাতাযাত বন্ধ হওয়ার উপক্রম। এর জন্য বিআইডব্লিউটিএ’র কর্মকর্তাদেও দায়ি করেন ইউপি চেয়ারম্যান হাসনাইন আহমেদ হাসান। অপরদিকে ধসে যাওয়া শহররক্ষা বাধঁ বৃহস্পতিবারও সম্পূর্ন মেরামত করা না যাওয়ায় জোয়ারের পানি প্রবেশ অব্যাহত রয়েছে। ভোলা সদরের দুটি ইউনিয়ন সহ দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের ৪টি ওয়ার্ডের ৪০ হাজার মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে । এইসব এলাকার মানুষ দুর্বিসহ জীবন কাটাচ্ছে।





আরও...