অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলায় অসহায় দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৭শে ডিসেম্বর ২০২৫ রাত ০৮:০০

remove_red_eye

৪২

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় কনকনে তীব্র শীতের হাত থেকে গ্রমীণ অসহায় দরিদ্র মানুষকে রক্ষার জন্য কম্বল বিতরণ করা হয়েছে। স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন “মানবতার বন্ধন যুব উন্নয়ন সংস্থা” শনিবার সকালে ভোলা জেলা শহরের বাংলাস্কুলের হলরুমে শতাধিক নারী পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। 

ভোলা জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন এর সভাপতি জুন্নু রায়হান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্ত মানুষের গায়ে কম্বল তুলে দিয়েছেন। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ মাকসুদুর রহমান, শিক্ষক সারাফাত, সাংবাদিক নেতা হারুন অর রশিদ, সমাজসেবী মোঃ শাহাব উদ্দিন মিয়া প্রমূখ। 



মানবতার বন্ধন যুব উন্নয়ন সংনস্থার প্রতিষ্ঠাতা পরিচালকসহ সকলকে ধন্যবাদ জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে জুন্নু রায়হান বলেন, এমন প্রচণ্ড তীব্র শীতে দরিদ্র মানুষদেরকে কম্বল দেওয়ার বিষয়টি অত্যন্ত মানবিক একটি কাজ। বাল্যবিয়ে, মাদক, ইভটিজিংসহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে যুব সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামীতে শিক্ষা স্বাস্থ্য নিয়ে এই সংগঠন কাজ করবে বলে আশা প্রকাশের পাশাপাশি সমাজের বিত্তবানদেরকে এ ধরণের মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। 

সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মাকসুদুর রহমান বলেন, সমাজের অসহায় দরিদ্র মানুষের সেবার উদ্দেশ্যে তাদের এই সংগঠন গড়ে তোলা। ইতোমধ্যে তারা সমাজ উন্নয়নের পাশাপাশি অসহায় মুনুষের সেবায় বিভিন্ন কাজ করেছেন। এছাড়াও যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষায় তারা কাজ করে যাচ্ছেন। যুবকদের কর্মসংস্থানের উদ্দেশ্যে তারা দরিদ্র নারীদেরকে বিনা মূল্যে সেলাই প্রশিক্ষণসহ সেলাই মেসিন বতরণের পরিকল্পনা হাতে নিয়েছেন। 


মোঃ ইয়ামিন