অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


ভোলায় অতি জোয়ারের পানিতে ভেসে গেছে ১১৭৩ মেট্রিক টন মাছ


হাসনাইন আহমেদ মুন্না

প্রকাশিত: ২৬শে আগস্ট ২০২০ রাত ১০:৪৪

remove_red_eye

৫৮১



হাসনাইন আহমেদ মুন্না : ভোলা জেলায় সাম্প্রতিকালে টানা বর্ষণ ও অতি জোয়ারে পানিতে প্লাবিত হয়ে ৬ হাজার ৯’শটি মাছের পুকুর-ঘের তলিয়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ৪ হাজার ৮০ জন মৎস্য চাষি। ভেসে গেছে প্রায় ১১’শ ৭৩ মে:টন মাছ। এর মধ্যে ৮৬ লাখ রয়েছে মাছের পোনা। আর এতে মোট ক্ষতি ধরা হয়েছে ১৪ কোটি ৩৮ লক্ষ টাকা।
জেলা মৎস্য কর্মকর্তা এস এম আজ্হাারুল ইসলাম বলেন, বন্যায় জেলায় মোট ৩৮৬ হেক্টর জমির মাছের পুকুর-ঘের ভেষে গেছে। এর মধ্যে সদর উপজেলায় ৫৪১টি, দৌলতখানে ৭০টি, বোরহানউদ্দিনে ৩২০টি, তজুমদ্দিনে ৯৮০টি, লালমোহনে ১৫টি, চরফ্যাসনে ৩ হাজার ১০০টি ও মনপুরায় ১ হাজার ৯০০টি।
তিনি আরো বলেন, যে সমস্ত পুকুর বা ঘেরের পাড় নিচু ছিলো সাধারণত সেসব বেশি ক্ষতি হয়েছে। আবার অনেকে চারপাশে আগাম জাল দিয়ে রেখেছে। তাদের ক্ষতি কম হয়েছে। ক্ষতিগ্রস্তরা যাতে ঘুড়ে দাড়াতে পারে সে ব্যাপারে সরকার একটি কর্মসূচি হাতে নিয়েছে।








আরও...