অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


তজুমদ্দিনের মেঘনায় নিখোঁজের ৩ দিন পর জেলের লাশ উদ্ধার


তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২৬শে আগস্ট ২০২০ রাত ১০:৩৮

remove_red_eye

৬০৩




 তজুমদ্দিন প্রতিনিধি : ভোলার তজুমদ্দিনের মেঘনায় নৌকা ডুবির তিনদিন পর নিখোঁজ জেলের ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে।
নৌকার মাঝি ইব্রাহীম জানান, সোমবার দুপুরে মেঘনা নদীতে মাছ ধরে তজুমদ্দিনের ঘাটে ফেরার পথে বাসনভাঙ্গা চরের এলাকায় ৬ মাঝি মাল্লা সহ নৌকা ডুবির ঘটনা ঘটে । এ সময় শফিউল্যাহ (৩৫) নদীতে ডুবে নিখোঁজ হয়।সে বোবহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নের দরুনবাজারের  আবদুল আলী কোতোয়ালের ছেলে।
তজুমদ্দিন কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার হারুনর রশিদ জানান, সোমবার নদীতে জেলে নিখোঁজের সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে যাই।  অনেক খোঁজাখুঁজি করি। বুধবার সকালে জেলেরা তাকে নদী থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে।