অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলায় নিখোঁজের ৫ দিন পর কলেজ ছাত্র উদ্ধার|| আটক-১


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১০ই অক্টোবর ২০১৯ রাত ১০:১৪

remove_red_eye

৮৭৩

জুয়েল সাহা || ভোলার বোরহানউদ্দিন উপজেলার সরকারি আব্দুল জব্বার কলেজের দ্বাদশ শ্রেণীতে পড়–য়া ফয়সাল (১৭) এক ছাত্র নিখোঁজের ৫ দিন পর বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ মোঃ হাসনাইন (২৫) নামে এক জনকে আটক করেছে। প্রাথমিক পর্যায়ে পুলিশ ধারণা করছেন আটককৃত হাসনাইন জঙ্গী সংগঠনের একজন সদস্য হতে পারে।

তবে ভোলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান, আটককৃত ব্যক্তি সন্দেহ জনক। হতে পারে সে জঙ্গী সংগঠনের সদস্য। তবে আমরা তাকে শুক্রবার ভোলা আদালতে হাজির করবো। এবং তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে ১০ দিনের রিমান্ড আবেদন করা হবে।
তিনি আরো জানান, রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে নিশ্চিত হওয়া যাবে সে জঙ্গী সংগঠনের সদস্য কিনা।

পুলিশ ও নিখোঁজের পরিবারের সূত্রে জানা গেছে, ভোলার দৌলতখান উপজেলার দক্ষিন জয়নগর গ্রামের মোঃ ফারুক আহম্মেদ ছেলে ও বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজের দ্বাদশ শ্রেণীতে পড়–য়া ছাত্র ফয়সাল রবিবার (৬ অক্টোবর) সকালে বাড়ি থেকে কলেজের উদ্দেশ্যে বের হয়। এরপর আর তার কোন খোঁজ মিলেনি।

ফয়সালের বাবা ফারুক আহম্মেদ জানান, প্রতিদিনের মত ওই দিনও ফয়সাল সকালে কলেজে যায়। দুপুর ২ টার মধ্যে বাড়িতে না আসলে তাকে বিভিন্ন আত্মীয় স্বজনদের বাড়িতে খুঁজতে থাকি। তাকে কোথায়ও খুঁজে পাওয়া যায়নি। এরপর ফয়সাল তার মাকে মোবাইল ফোনে বলেন আমি আল্লাহর কাজে চলে আসছি, আমার জন্য নামাজ পড়ে দোয়া করবেন। এ কথা বলে মোবাইল ফোনের লাইনটি কেটে দেয়। পরে তার মোবাইলটি বন্ধ পাওয়া যায়। তার কথা শুনে তার মা অজ্ঞান হয়ে যায়। পরে সোমবার (৭ অক্টোবর) বোরহানউদ্দিন অভিযোগ দায়ের করেন।

বোরহানউদ্দিন থানার ওসি মোঃ এনামুল হক জানান, নিখোঁজের বাবার অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা প্রযুক্তির মাধ্যমে ফয়সালের মোবাইল ট্রাক করে হাসনাইনের সন্ধান পাই। পরে বৃহস্পতিবার বিকেলে বোরহানউদ্দিন উপজেলার মানিকা ব্যাপারী বাজার এলাকা থেকে হাসনাইনকে আটক করি। তার দেওয়া তথ্য মতে সন্ধ্যায় একই উপজেলার জয়া এলাকার কারিয়ানা মাদ্রাসা থেকে ফয়সালকে উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, ফয়সালকে আমরা অন্য রকম অবস্থায় উদ্ধার করি। তার চলাফেরা কথা ও পোশাক সম্পূর্ন ব্যতিক্রম ছিল।