অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


লালমোহনে পাওনা টাকা চাওয়ায় পিতা-পুত্রকে পিটিয়ে আহত


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৬শে আগস্ট ২০২০ রাত ১০:৩৭

remove_red_eye

৫২৬




লালমোহন প্রতিনিধি : লালমোহনে পাওনা টাকা চাওয়ায় পিতা-পুত্রকে পিটিয়ে আহত করা হয়েছে। বুধবার লালমোহন পৌরসভার ১১নং ওয়ার্ডের মুন্সিগঞ্জে এ ঘটনা ঘটে। আহত পিতা মোঃ আলমগীর (৫৫) কে লালমোহন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, পৌরসভার ১১নং ওয়ার্ডের মুন্সিগঞ্জ এলাকায় আলমগীরের ছেলে মনির ইরির স্কীমের টাকা পায় ওই এলাকার শাহে আলমের কাছে। বুধবার সকাল ১০ টার দিকে মুন্সিগঞ্জ বাজারে মনির পাওনা টাকা চায় শাহে আলমের কাছে। এসময় দুজনের মধ্যে হাতাহাতি হয়। এক পর্যায়ে শাহে আলমের ছেলে ইব্রাহিমসহ প্রথম দফায় মনিরকে মারপিট করে। পরে শাহে আলমের আরো দুই ছেলে রহিম ও তুহিন এসে মনিরের পিতা মোঃ আলমগীরকে বাজারের দোকান থেকে ডেকে নিয়ে রড ও খুন্তি দিয়ে মারপিট করে জখম করে। তাকে লালমোহন হাসপাতালে ভর্তি করা হয়েছে।