চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ২৪শে ডিসেম্বর ২০২৫ সকাল ১০:০২
৭৫
চরফ্যাশন প্রতিনিধি : চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে অন্যের জমিতে রাতের আঁধারে ঘর নির্মাণকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। মঙ্গলবার সরজমিনে দেখা যায়, আবু জাফর মোহাম্মদ ফারুকের ভোগদখলকৃত জমিতে অবৈধভাবে দলবদ্ধ হয়ে রাত আনুমানিক ১২টার দিকে ঘর নির্মাণ করেন আবুল হোসেন মাঝি। বিষয়টি দ্রুত সমাধানের লক্ষ্যে ভুক্তভোগী আবু জাফর মোহাম্মদ ফারুক চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগটি আমলে নিয়ে উপজেলা প্রশাসন ১৫ দিনের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) কর্তৃক পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। পাশাপাশি শশীভূষণ থানার অফিসার ইনচার্জকে ঘটনাস্থল পরিদর্শন করে উভয় পক্ষকে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশনা প্রদান করতে বলা হয়েছে।
বাদী আবু জাফর মোহাম্মদ ফারুক অভিযোগ করে বলেন, তিনি ও তার পরিবার দীর্ঘদিন ধরে ওই জমি চাষাবাদ করে আসছেন। তিনি এলাকায় অনুপস্থিত থাকার সুযোগে জমির কিছু অংশ খাস হিসেবে দেখিয়ে রাতের আঁধারে অবৈধভাবে ঘর নির্মাণ করা হয়েছে। তিনি আরও বলেন, জমির মূল মালিক তারা হওয়ায় খাস অংশের বৈধ দাবিদারও তারাই। বর্তমানে স্থানীয় প্রভাবশালী কয়েকজন নেতার মাধ্যমে তাকে ও তার পরিবারকে হুমকি-ধামকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
অপরদিকে বিবাদী পক্ষের আবুল হোসেন মাঝি দাবি করেন, তারা বাদী পক্ষকে তাদের মূল জমি বুঝিয়ে দিয়েছেন। তার ভাষ্য অনুযায়ী, উক্ত জমিটি এস.এ. খতিয়ানে খাস হিসেবে উল্লেখ না থাকলেও দিয়ারা খতিয়ানে রয়েছে। এ কারণে তারা আদালতে খাস জমির দাবিতে একটি মামলা দায়ের করেছেন, যা বর্তমানে বিচারাধীন। ফলে জমিটির উপর তাদের আইনগত অধিকার রয়েছে বলে তিনি দাবি করেন।
এলাকাবাসী জানান, সংশ্লিষ্ট খাস জমিটি দীর্ঘদিন ধরে বাদী পক্ষই ভোগদখল করে আসছিল। তবে হঠাৎ করে গত রাতে সেখানে অবৈধভাবে ঘর নির্মাণ করায় এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভোলায় ধান চাউল আড়ৎ মালিক সমিতির কমিটি গঠন
আমরা সবাই চাই একটি সুষ্ঠু নির্বাচন হোক: পররাষ্ট্র উপদেষ্টা
ভোলায় আবাসিক হোটেল থেকে ব্যবসয়ারী ঝুলন্ত মরদেহ উদ্ধার
ভোলায় অসহায় দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ
২৪ ঘণ্টার মধ্যে এনআইডি পাবেন তারেক রহমান
বাবার সঙ্গে ভোটার হচ্ছেন জাইমা রহমান
ঢাকা-১৭ আসনে ভোটার হচ্ছেন তারেক রহমান: ইসি সচিব
ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান
মাঠেই হার্ট অ্যাটাক করে মারা গেলেন ঢাকা ক্যাপিটালসের কোচ
বিএনপিতে যোগ দিয়ে মনোনয়ন পেলেন রাশেদ খান
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় কুপিয়ে হত্যা করে ব্যবসায়ীর টাকা ছিনতাই, আটক এক