অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


চরফ্যাসনে মাছের পোণা অবমুক্ত


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২৬শে আগস্ট ২০২০ রাত ১০:৩২

remove_red_eye

৫৮২




চরফ্যাসন প্রতিনিধি : ভোলা জেলার চরফ্যাসন উপজেলায় কার্প জাতীয় মাছের পোণা অবমুক্ত করা হয়েছে। বুধবার বেলা ১২ টায় উপজেলার সরকারি কলেজ চত্তর সংলগ্ন পুকুরসহ মোট ২১টি সরকারি পুকুর-জলাশয়ে ৩৩৪ কেজি পোণা অবমুক্ত করা হয়। সরকারের রাজস্ব খাতের আওতায় উপজেলা মৎস্য অফিস এই অনুষ্ঠানের আয়োজন করে।
এসময় জেলা মৎস্য কর্মকর্তা এস এম আজাহারুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রুহুল আমিন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনারসহ অন্যরা উপস্থিত ছিলেন।
জেলা মৎস্য কর্মকর্তা এস এম আজাহারুল ইসলাম জানান, দেশের পুকুর জলাশয়ে মাছের উৎপান বৃদ্ধি ও আমিশের চাহিদা পুরণ করার জন্য প্রতিবছরই সরকার এই কর্মসূচি পালন করে থাকে। ইতোমধ্যে দৌলতখান উপজেলায় পোণা অবমুক্ত করা হয়েছে। পর্যায়ক্রমে সকল উপজেলায় এই কর্মসূচি পালন করা হবে বলে জানান তিনি।