অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৭শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


বোরহানউদ্দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ক উঠান বৈঠক


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৩শে ডিসেম্বর ২০২৫ সকাল ০৮:৪৩

remove_red_eye

৬৫

বাংলার কণ্ঠ ডেস্ক : জেলা তথ্য অফিস ভোলা’র আয়োজনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সংশ্লিষ্ট বিষয়ে বোরহানউদ্দিনে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর ) বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের ছলেমান ফরাজি বাড়ির উঠানে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এ জনসাধারণকে উৎসবমুখর পরিবেশে নিরাপদ ও নির্বিঘ্নভাবে ভোট প্রদানে উদ্বুদ্ধ করা এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।
উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে গুরুত্বপূর্ণ ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক জনাব মো: আবদুল জলিল। অনুষ্ঠানটির সভাপতিত্ব ও সঞ্চালনা করেন জেলা তথ্য অফিসার, ভোলা জনাব মো: শাহ আব্দুর রহিম নুরুন্নবী।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য জনাব মোঃ পারভেজ এবং সুশাসনের জন্য নাগরিক (সুজন) ভোলা জেলা সাধারণ সম্পাদক জনাব মোঃ রিয়াজ মাহমুদ।
এ সময় বক্তারা জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়গুলো সহজ ও প্রাঞ্জল ভাষায় উপস্থিত সুধীবৃন্দের সামনে তুলে ধরেন। জেলা তথ্য অফিসার নির্বাচনী আচরণবিধি এবং গণভোটের ‘হ্যাঁ’ ও ‘না’ ভোটের বিষয়গুলো হাতে-কলমে বুঝিয়ে দেন, যাতে ভোটাররা সহজেই বিষয়গুলো অনুধাবন করতে পারেন।
এসময় বক্তারা উপস্থিত জনসাধারণকে নির্ভয়ে ও নির্বিঘ্নে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদানের আহ্বান জানান এবং নিজেদের পছন্দ অনুযায়ী শিক্ষিত, যোগ্য, সৎ ও ন্যায়পরায়ণ প্রার্থী নির্বাচনের জন্য বিশেষভাবে উৎসাহ প্রদান করেন।
উক্ত উঠান বৈঠকে প্রায় দুই শতাধিক সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। জেলা তথ্য অফিস ভোলা’র এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম জনসাধারণের মাঝে নির্বাচনী আচরণে ইতিবাচক পরিবর্তন আনবে এবং আসন্ন নির্বাচন ও গণভোটে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বাড়বে বলে সংশ্লিষ্ট মহল আশাবাদ ব্যক্ত করেছেন।