অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ওসমান হাদি হত্যা: ইনকিলাব মঞ্চের নতুন ৩ দফা ঘোষণা


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২২শে ডিসেম্বর ২০২৫ বিকাল ০৪:৩৯

remove_red_eye

৫১

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের দ্রুত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করতে নতুন তিন দফা ঘোষণা করেছে সংগঠনটি। 

সোমবার (২২ ডিসেম্বর) আড়াইটার দিকে সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দফাগুলো প্রকাশ করা হয়।

প্রথম দফায় বলা হয়েছে, দ্রুত বিচারিক ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ ৩০ কার্যদিবসের মধ্যে বিচার কার্য সম্পন্ন করতে হবে। তদন্তে পেশাদারি ও নির্ভরযোগ্য আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা যেমন এফবিআই বা স্কটল্যান্ড ইয়ার্ডকে অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়েছে।

দ্বিতীয় দফায় উল্লেখ করা হয়েছে, সিভিল ও মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে থাকা সক্রিয় আওয়ামী সমর্থকদের চিহ্নিত করে গ্রেপ্তার এবং বিচারের মুখোমুখি করতে হবে।

তৃতীয় দফায় বলা হয়েছে, স্বরাষ্ট্র উপদেষ্টা, বিশেষ সহকারী এবং আইন উপদেষ্টাদের জনগণের সামনে নিজেদের অপারগতার কারণ ব্যাখ্যা করতে হবে এবং হত্যাকাণ্ডের দায় নিয়ে পদত্যাগ করতে হবে।