অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


১৭ বছর পর দেশে ফিরছেন: তারেক রহমান সর্বোচ্চ নিরাপত্তা প্রস্তুতি, জমায়েতের শৃঙ্খলা রক্ষার আহ্বান


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২১শে ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০০

remove_red_eye

৭৯

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে দেশের আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে। একই সঙ্গে রাজধানীতে যে বড় ধরনের জনসমাগম হতে পারে, তা শৃঙ্খলাবদ্ধ রাখতে দলের পক্ষ থেকে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

বিএনপি সূত্রে জানা গেছে, আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমান দেশে ফিরবেন।

বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয় গত শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে। সেখানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারেক রহমানের দেশে ফেরার ঘোষণা দেন এবং বলেন, দলের পক্ষ থেকে তাকে স্বাগত জানানো হবে।

 

পুলিশ প্রশাসন জানিয়েছে, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের দিন ঢাকা মহানগরজুড়ে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। সেদিন রাজধানীতে বড় জমায়েত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ অবস্থায় দলীয় নেতাকর্মীদের শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব বিএনপির পক্ষ থেকেই যথাযথভাবে পালনের আহ্বান জানানো হয়েছে।

 

পুলিশ বিভাগের এক গোয়েন্দা কর্মকর্তা জানান, তারেক রহমানের প্রত্যাবর্তনের ঘোষণা পাওয়ার পরপরই পুলিশ প্রশাসনের নির্দেশনায় গোয়েন্দা সংস্থাগুলো প্রস্তুতিমূলক কাজ শুরু করেছে। তিনি বলেন, ২৪ ডিসেম্বর থেকেই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে বিশেষ নিরাপত্তা বলয়ের আওতায় আনা হবে। তারেক রহমানের চলাচলের প্রতিটি স্থানে থাকবে নিরাপত্তা বেষ্টনী।

 

 

তারেক রহমানের দেশে ফেরার দিন পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে কতজন নিরাপত্তা সদস্য দায়িত্ব পালন করবেন, তা উচ্চপর্যায়ের সিদ্ধান্তে নির্ধারিত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ গত ১৮ ডিসেম্বর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে সাংবাদিকদের বলেন, তারেক রহমান ২৫ ডিসেম্বর বেলা ১১টা ৫৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি নিয়মিত ফ্লাইটে লন্ডন থেকে ঢাকায় পৌঁছাবেন। বিমানবন্দর থেকে তিনি সরাসরি বসুন্ধরা এভারকেয়ার হাসপাতালে যাবেন, যেখানে তার মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া চিকিৎসাধীন।

বিএনপি সূত্র জানায়, তারেক রহমানের আগমন উপলক্ষে বিমানবন্দর থেকে এভারকেয়ার হাসপাতাল ও গুলশান পর্যন্ত রাস্তার দুই পাশে ফুটপাতে শৃঙ্খলাবদ্ধভাবে নেতাকর্মীরা অবস্থান নিতে পারেন। এছাড়া রাজধানীর চার প্রবেশদ্বারেও দলীয় নেতাকর্মীরা অবস্থান করবেন।

তিনশ ফিট এলাকায় কোনো এক স্থানে তিনি সংক্ষিপ্তভাবে জনগণের উদ্দেশে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে পারেন, তবে সেটি কোনো জনসভা হবে না।

 

এরপর তিনি গুলশান–২ এর ১৯৬ নম্বর বাসভবনে যাবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান শনিবার (২০ ডিসেম্বর) বলেন, তারেক রহমানের আগমন উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডিএমপি সার্বিকভাবে প্রস্তুত রয়েছে।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেন, তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের দিন সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি জানান, দলের পক্ষ থেকেই কর্মসূচি জানানো হবে এবং অভ্যর্থনায় অংশ নেওয়া নেতাকর্মীদের শৃঙ্খলা রক্ষার দায়িত্বও দলীয়ভাবে পালন করার আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, ২০০৭ সালের এক-এগারোর রাজনৈতিক পটপরিবর্তনের পর তারেক রহমান গ্রেপ্তার হন। ২০০৮ সালে জামিনে মুক্ত হয়ে চিকিৎসার জন্য সপরিবার যুক্তরাজ্যে যান তিনি। পরবর্তী সময়ে বিভিন্ন মামলায় দণ্ডপ্রাপ্ত হলেও ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তার বিরুদ্ধে দেওয়া সাজা বাতিল এবং কয়েকটি মামলায় তিনি আইনি প্রক্রিয়ায় অব্যাহতি পান। এরপর থেকেই তার দেশে ফেরার আলোচনা শুরু হয়।