অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলায় জামায়াতের মামলায় আসিফ আলতাফকে আসামী করায় প্রতিবাদের ঝড়


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২১শে ডিসেম্বর ২০২৫ সকাল ০৮:২৩

remove_red_eye

৩১

এইচ আর সুমন : ভেলুমিয়ায় জামাতায়ত বিএনপির সংঘর্ষের ঘটনায় সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ও বিশিষ্ট সংগীত শিল্পী আসিফ আলতাফ এবং সদস্য সচিব মোঃ হেলাল উদ্দিনকে প্রধান দুই আসামী করে মামলা করায় প্রতিবাদের ঝড় উঠেছে। ভেলুমিয়ায় সংঘর্ষের ঘটনার দিন আসিফ আলতাফ ঢাকায় অবস্থান করছিলেন অথচ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দায়ের করা মামলায় আসিফ আলতাফকে আসামী করা হয়েছে। এতে দলীয় নেতাকর্মীরা ক্ষোভে ফুঁসে উঠেছে। ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। 

জানা যায়, মঙ্গলবার ভেলুমিয়া এলাকায় স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সাথে ওই এলাকার জামায়াতের কর্মীদের সংঘর্ষের ঘঠনা ঘটে। ওই ঘটনায় বিএনপির আহ্বায়ক সংগীত শিল্পী আসিফ আলতাফকে প্রধান আসামী করে ভোলা থানায় মামলা করেছে জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার দুপুরে মামলার আসামীদের তালিকা প্রকাশের পর দেখা যায় আসিফ আলতাফকে প্রধান আসামী করা হয়েছে। এটা দেখার পরপরই আসিফ আলতাফের ফেসবুক পেইজে লাইভে এসে জামায়াতের নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে বলেন, আল্লাহ’র নামে কসম কেটে বলুন ‘আমি সেখানে উপস্থিত ছিলাম কি না ? আমি এর কোন কিছুর সঙ্গে জড়িত ছিলাম কি না ? এ মামলা করার মধ্য দিয়ে প্রমাণ হয়ে গেছে, আপনারা ( জামায়াত) মিথ্যাচার করছেন। আপনারা যা বলেন, তা মিথ্যা বলেন। এই মিথ্যা দিয়ে বিএনপির ধানের শীষের বিজয় ঠেকাতে পারবেন না। এসময় আসিফ আলতাফ ভোলা থানার ওসিকে অনুরোধ জানিয়ে বলেন, “তদন্ত করে মামলা নেওয়া প্রয়োজন ছিল।” অপরদিকে মামলার আসামীর বিষয়ে উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ হেলাল উদ্দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন, তিনি ঘটনাস্থলে ছিলেন কি না এর স্বাক্ষী দিবেন ভোলা থানার ওসি নিজেই। তিনি জানান বিএনপি কোন সন্ত্রাসী কর্মকান্ডেকে প্রশ্রয় দেয় না। জামায়াতের দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারেরও দাবি জানান তিনি। এছাড়াও জামায়াতের দায়ের করা মামলাকে মিথ্যা ভিত্তিহীন উল্লেখ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। 
এদিকে আসিফ আলতাফের বিরুদ্ধে মামলা দায়ের এর প্রতিবাদে বৃহস্পতিবারে দলের পক্ষ থেকে প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। প্রতিবাদ সমাবেশে জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম আসিফ আলতাফ এবং হেলাল উদ্দিনের নামে মামলা করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, জামায়াতকে মুনাফেকের দল, বেঈমানের দল। তারা পারেনা এমন কোন কাজ নেই। তিনি বলেন, জামায়াত বুঝতে পেরেছে জনগণ তাদেরকে ভোট দিবেনা। তাই  নির্বাচনকে বানচাল করার জন্য তারা অপচেষ্টা চালাচ্ছে। তারা উদ্দেশ্যমূলক মিথ্যা মামলা দিয়ে পরিস্থিতি অস্বাভাবিক করার চেষ্টা করছে। জামায়াতের দায়ের করা মামলায় একজন বিএনপি কর্মীকেও যেন গ্রেফতার করা না হয় এমন কঠোর হুশিয়ারি উচ্চারণ করেছেন। এদিকে আসিফ আলতাফকে আসামী করায় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদলসহ বিভিন্ন অংগ সংগঠনের নেতৃবৃন্দ বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অব্যহত রেখেছে।