অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৭শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলায় ডিবি পুলিশের অভিযানে ৭ রাউন্ড গুলিসহ নারী গ্রেফতার


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২১শে ডিসেম্বর ২০২৫ সকাল ০৮:২০

remove_red_eye

৮২

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৭ রাউন্ড রিভলবারের গুলিসহ এক নারীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
পুলিশ সূত্র জানায়, ভোলা জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি টিম গত ১৮ ডিসেম্বর বিকাল সাড়ে ৩টার দিকে ভোলা সদর মডেল থানাধীন শাহামাদার কাচিয়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় রাশেদ ইসলাম-এর বসতঘর থেকে ৭ রাউন্ড রিভলবারের গুলিসহ নাছিমা (২১) নামে এক নারীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত নাছিমা শাহামাদার কাচিয়া এলাকার মোঃ আঃ হক মিস্ত্রির কন্যা বলে জানা গেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে অস্ত্র মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।