অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


মনপুরায় ব্যবসায়ী আলাউদ্দিন হত্যা মামলার আসামীদের ফাঁসির দাবীতে মানববন্ধন


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১১ই অক্টোবর ২০১৯ রাত ১২:০৯

remove_red_eye

৮৬৮

মেহেদী হাসান নাহিদ \ মনপুরায় চাঞ্চল্যকর ডাচ্ বাংলা ব্যাংকের এজেন্ট আলাউদ্দিন হত্যাকান্ডে আটককৃত ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল সহ আবু কালাম, দিবাকর ও ভাড়াটে সন্ত্রাসী মাকছুদ, শাহীন ও শামীমদের ফাঁসির দাবীতে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করে বাজার ব্যবসায়ী ও স্থানীয়রা।
বৃহস্পতিবার দুপুর ১ টায় প্রচন্ড ঝড়-বৃষ্টি উপেক্ষা করে উপজেলার ফকিরহাট বাজার থেকে নিহতের বাড়ি পর্যন্ত রাস্তার দুইপাশে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অংশ নেয় হাজার হাজার মানুষ।
এই সময় ‘স্বেচ্ছাসেবকলীগ নেতা জয়নালের ফাঁসি চাই’ খুনি জয়নালের ফাঁসি চাই, আলাউদ্দিন ভাইয়ের রক্তে বদলা চাই’ ‘স্বেচ্ছাসেবকলীগ নেতা খুনি জয়নাল ও কালামসহ খুনিদের ফাঁসি চাই’ সংবলিত প্লে-কার্ড, ফেস্টুন ও ব্যানার হাতে নিয়ে শিশু থেকে শুরু করে আবাল-বৃদ্ধ, বনিতা, নারী ও নিহতের আতœীয়-স্বজনরা মানববন্ধনে অংশগ্রহন করে।
নিহত আলাউদ্দিনের স্ত্রী শাহনাজ আকতার ঝতু (৩২) আবেগ আপ্লুত কান্না জড়িত কন্ঠে বলেন, আমার মত আর যেন কোন বোনের এই ধরনের ঘটনা না ঘটে। আর যেন কোন বোনের স্বামী হারাতে না হয়। আমার ৪টি সন্তান। আমার ছোট ছেলের বয়স মাত্র ১ মাস। আমি ঘটনার সাথে জড়িত সকলের ফাঁসির দাবী করছি।
নিহতের বড় মেয়ে সুমাইয়া (১০) বলেন, আপনারা আমার বাবাকে ফিরিয়ে দেন। আমি আমার বাবার কাছে যাব। যারা আমার বাবাকে গলাকেটে হত্যা করেছে তাদের ফাঁসির দাবী করছি। আবেগ আপ্লুত হয়ে নিহত পরিবারের স্বজনেরা এসব কথা বলেন।

মানববন্ধনের সাথে একাত্মতা প্রকাশ করে খুনীদের সর্বোচ্ছ শাস্তি ফাঁসীর দাবী করছেন হাজির হাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী দ্বিপক, দক্ষিণ সাকুচিয়া ইউপি চেয়ারম্যান অলিউল্যাহ কাজল, ফকিরহাট বাজার ব্যাবসায়ীবৃন্দ সহ আত্মীয়-স্বজন ও স্থানীয় হাজারো মানুষ।
নিহতের বাবা মজিবুল হক মোল্লা কান্না জড়িত কন্ঠে বলেন, যারা আমার ছেলেকে গলা কেটে হত্যা করেছে তাদের ফাঁসীর দাবী করছি। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমাদের দাবী আমরা যেন ন্যায় বিচার পায়। খুনীদের যেন ফাঁসী হয়।
মানববন্ধনের পরে হাজারো মানুষ ফাঁসীর দাবীতে মিছিল করে । দ্রæত প্রকৃত খুণীদের তদন্ত পূর্বক আসামী করে ফাসীর রায় কার্যকর করার জন্য সরকারের কাছে আহবান জানান।