অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৭শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


চরফ্যাশনে হাদির আত্মার মাগফিরাত কামনা করে জামায়াতের দোয়া মাহফিল


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২০শে ডিসেম্বর ২০২৫ সকাল ০৯:৩২

remove_red_eye

৬৯

চরফ্যাশন প্রতিনিধি : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার  দায়ীদের গ্রেফতার ও শহীদ হাদির আত্মার মাগফিরাত কামনা করে সমাবেশ করেছেন চরফ্যাশন উপজেলার হাজারীগন্জ ইউনিয়ন জামায়াত।
 
শুক্রবার (১৯ ডিসেম্বর) মাগরিববাদ বাংলাদেশ জামায়াতে ইসলামী হাজারীগন্জ ইউনিয়ন শাখার কার্যালয়ে ইউনিয়ন জামায়াতের সভাপতি মাষ্টার আমজাদ হোসেন এর সভাপতিত্বে সেক্রেটারি মাওলানা আবদুল্যাহ আল মামুনের পরিচালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিল ও প্রতিবাদ সমাবেশে ইউনিয়ন জামায়াতের সাবেক আমীর মো: জাকির হোসেন,মাওলানা আবদুল মতিন,মাওলানা মনিরুল ইসলাম, মাওলানা মফিজুল ইসলামসহ সদস্য, কর্মী ও বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন। 
 
শহীদ হাদীর আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে  দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন। 
 
মসজিদে মসজিদে দোয়া মোনাজাত : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি আত্মার মাগফেরাত কামনা করে শুক্রবার চরফ্যাশন উপজেলার সবকয়টি মসজিদে জুমার নামাজের পর দোয়া করা হয়েছে। এতে ধর্মপ্রাণ মুসল্লী ও এলাকার বিভিন্ন পেশার মানুষ ও রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেছেন।