অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে ভোলায় যুবদলের আনন্দ মিছিল


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৯শে ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৩৬

remove_red_eye

৩৯৪

বাংলার কণ্ঠ প্রতিবেদক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে ভোলায় আনন্দ মিছিল করেছে সদর উপজেলা যুবদল। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের নতুন বাজার চত্বর থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়। মিছিল নেতৃত্ব দেন সদর উপজেলা যুবদলের সদস্য সচিব বেলাল হোসাইন। মিছিলে তারেক রহমানকে দেশে স্বাগত জানিয়ে নানা স্লোগান দেন নেতাকর্মীরা।
আনন্দ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমনের প্রত্যাশায় অধীর আগ্রহে বসে আছে বাংলার মানুষ। তিনি একমাত্র ব্যক্তি যিনি দেশের মানুষের গণতান্ত্রিক ভোটার অধিকার বাস্তবায়নের লক্ষ্যে দীর্ঘ দেড় যোগ ধরে সংগ্রামের নেতৃত্ব দিয়ে আসছেন। তার নেতৃত্বে আগামীর বাংলাদেশ এগিয়ে যাবে।
আনন্দ মিছিলে সদর উপজেলা বিভিন্ন ইউনিয়নে যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।