অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৭শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলায় মুক্তিযোদ্ধা ও সন্তানদের বিজয় র‌্যালিতে ৭১ এর স্লোগান


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৯শে ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:২৪

remove_red_eye

৪১

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় বৃহস্পতিবার অনুষ্ঠিত মুক্তিযোদ্ধা ও সন্তানদের বিজয় র‌্যালিতে একাত্তুরের স্লোগানে মুখরিত হয়ে ওঠে জেলা শহর। 

সকাল সাড়ে ১১ টায় জেলা সদরের যুগিরঘোল এলাকা থেকে এই র‌্যলি শুরু হয়ে পুরো জেলা শহর প্রদক্ষিণ করে। নতুন বাজার মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে গিয়ে র‌্যালি শেষ হয়।  পরে এক সমাবেশে বক্তব্য রাখেন জেলা ইউনিটের আহ্বায়ক  মোঃ মাহফুজুর রহমান, সাবেক কমান্ডার নুরুল আমিন শাজাহান,  বীর মুক্তিযোদ্ধা মোঃ ছিদ্দিকুর রহমান, সদস্য সচিব কেফায়েতউল্লাহ নজিব, উপজেলা কমান্ডারদের মধ্যে মাফজুর রহমান (ভোলা সদর), নুরুল আমিন ( বোরহানউদ্দিন), সরোয়ার হোসেন ( তজুমদ্দিন) ।

সন্তান কমান্ডদের মধ্যে কলেজ অধ্যক্ষ মোঃ কামাল হোসেন,  কনা বক্তব্য রাখেন। অপরদিকে বাংলাবাজার কলেজ মাঠে লাইন স্পোটিংস ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে লাল সবুজ টিমের ক্রিকেট টুর্নামেন্ট। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সংগঠনের পরিচালক মোঃ শাহ মনির ।