অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলায় পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের সাথে মতবিনিময়


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৮ই ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৪৯

remove_red_eye

৪৪

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা  পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) জেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার  সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। 
আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর, ২০২৫ খ্রিঃ) সকাল ১১ টায় ভোলা জেলার পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে তিনি সাংবাদিকবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ  ও মতবিনিময় করেন। 
মতবিনিময় সভায় সাংবাদিকবৃন্দ জেলার আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে তাদের মতামত এবং পুলিশের নিকট তাদের প্রত্যাশার কথা  তুলে ধরেন। পুলিশ সুপার জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জেলা পুলিশের গৃহীত কার্যক্রম বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এবং উপস্থিত সকলের অভিজ্ঞতা ও পরামর্শ গুরুত্বের সহিত বিবেচনায় রাখার বিষয়ে সবাইকে অবহিত করেন। এসময় তিনি আইন- শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে সকলের সহযোগিতা কামনা করেন। 
উক্ত সভায় ভোলা জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃনসহ জেলা পুলিশের উর্ধ্বতন র্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।