অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলায় সংবাদপত্র বিপণন কর্মীদের মিলনমেলা ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৮ই ডিসেম্বর ২০২৫ সকাল ০৯:৪৫

remove_red_eye

৫০

বাংলার কণ্ঠ প্রতিবেদক : সংবাদপত্রের পাঠকসংখ্যা বৃদ্ধি ও সংবাদ পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা বিপণন কর্মীদের পেশাগত বন্ধন সুদৃঢ় করতে ভোলায় কর্মরত সংবাদপত্র বিপণন কর্মীদের অংশগ্রহণে এক মিলনমেলা ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) ভোলা জেলার চরফ্যাশন উপজেলার বেতুয়া পর্যটন কেন্দ্রে দিনব্যাপী এ আনন্দ ভ্রমণ আয়োজন করা হয়।
আনন্দ ভ্রমণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মোঃ ইব্রাহিমের সঞ্চালনায় এবং মোঃ মাকসুদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের সভাপতি মাসুদুর রহমান, সহ-সভাপতি মোহাম্মদ ইউসুফ, সেক্রেটারি মোহাম্মদ ইব্রাহিম, জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ ইলিয়াস, কোষাধ্যক্ষ মোহাম্মদ জাফর, সাংগঠনিক সম্পাদক মোঃ কবির, প্রচার সম্পাদক মোঃ রিয়াজ, দপ্তর সম্পাদক মোহাম্মদ নিশান, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ শরীফ ও উপদেষ্টা মোঃ জামাল খান বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, সংবাদপত্র বিপণন কর্মীরা নীরবে সংবাদপত্র শিল্পের ভিত্তি মজবুত করে যাচ্ছেন। প্রত্যন্ত অঞ্চলে পাঠকের হাতে পত্রিকা পৌঁছে দেওয়ার মাধ্যমে তারা গণমাধ্যমের বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। অথচ তাদের শ্রম ও ত্যাগ অনেক সময় যথাযথভাবে মূল্যায়িত হয় না। এ ধরনের মিলনমেলা ও আনন্দ ভ্রমণ কর্মীদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করার পাশাপাশি পেশাগত দায়বদ্ধতা ও কর্মস্পৃহা বাড়াতে সহায়ক হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য মোঃ মাইনুদ্দিন, কামাল, জামাল, সুমন, মনির, হিরণ, খলিল, সুবাস, আসলাম, রাশেদ, রাজিব, আলাউদ্দিন, মামুন, মনসুর, নাসির, ছোট মনির, ফরিদ, তসলিম, মুসা, সিরাজ, আব্দুর রব, মোহাম্মদ কালু, মাহমুদুল্লাহ ও মহসিনসহ ভোলা জেলার বিভিন্ন উপজেলার সংবাদপত্র বিপণন কর্মীরা।
দিনব্যাপী এ আয়োজনে অংশ গ্রহণকারীরা ক্রিকেট খেলা, নদীর তীরে ভ্রমণ, নিজ হাতে রান্না, সাংস্কৃতিক আড্ডা ও পারস্পরিক মতবিনিময়সহ নানা বিনোদনমূলক কার্যক্রমে অংশ নেন। এতে কর্মীদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় হয়।
এ সময় আনন্দ ভ্রমণ উপলক্ষে সৌজন্য উপহার হিসেবে সংবাদপত্র বিপণন কর্মীদের মাঝে অপরূপ নিউজ পরিবারের পক্ষ থেকে টি-শার্ট উপহার হিসেবে বিতরণ করা হয়। টি-শার্টগুলো বিতরণ করেন অপরূপ নিউজের নির্বাহী সম্পাদক রিয়াজ হোসেন শান্ত ও বার্তা সম্পাদক সাইফুল ইসলাম সানি।  এ সময় রিয়াজ হোসেন শান্ত বলেন, সংবাদপত্র বিপণন কর্মীরা মাঠপর্যায়ে গণমাধ্যমের প্রকৃত সৈনিক। তাদের উৎসাহ ও প্রণোদনা প্রদান করা হলে সংবাদপত্র শিল্প আরও শক্তিশালী হবে।
সংবাদপত্র বিপণন কর্মীরা জানান, কর্মব্যস্ত জীবনে এ ধরনের আয়োজন মানসিক প্রশান্তি এনে দেয় এবং নতুন উদ্দীপনায় পেশাগত দায়িত্ব পালনে অনুপ্রেরণা জোগায়। ভবিষ্যতেও এমন আয়োজন নিয়মিত করার দাবি জানান তারা।