অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


চরফ্যাশনে অফিসার ইনচার্জদের সঙ্গে সাংবাদিক ইউনিয়নের সৌজন্য সাক্ষাৎ


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১৭ই ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৫৪

remove_red_eye

৬৩

চরফ্যাশন প্রতিনিধি: চরফ্যাশন উপজেলার বিভিন্ন থানায় কর্মরত অফিসার ইনচার্জদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ। বুধবার দুপুরে শশীভূষণ থানা, দক্ষিণ আইচা থানা ও দুলারহাট থানার অফিসার ইনচার্জের সঙ্গে সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ এ সৌজন্য সাক্ষাৎ করেন। 
 
সাংবাদিক ইউনিয়নের নবগঠিত কমিটির পরিচিতিসহ চরফ্যাশনের মাদক ইয়াবা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পারস্পরিক আলোচনা হয়। পাশাপাশি আগামী জাতীয় নির্বাচনে প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা ও মাঠ পর্যায়ে বিভিন্ন বিশৃঙ্খলা দমনে আলোচনা করা হয়। 
 
আগামী জাতীয় নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য সাংবাদিক পুলিশ পরস্পর যৌথ সহযোগী হওয়ার আহবান জানান থানার অফিসার ইনচার্জগন। 
এ সময় সাংবাদিক ইউনিয়নের আহবায়ক  অধ্যাপক কামরুজ্জামান, সদস্য সচিব এম লোকমান হোসেন, নির্বাহী সদস্য মাওলানা রুহুল আমিন,সদস্য জুলকার নাঈম,প্রভাষক মো. ফুয়াদ,এম নুরনবী, হাবিবুর রহমান, এইচএম নোমানসহ আরও অনেকে অংশগ্রহণ করেন।