অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


৯ গুণী ব্যক্তি লালমোহন মিডিয়া ক্লাবের সম্মাননা প্রদানের উদ্দ্যোগ


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৪শে আগস্ট ২০২০ রাত ১০:৪৯

remove_red_eye

৫২৩






লালমোহন সংবাদদাতা : আগামী ২৮ সেপ্টেম্বর ২০২০ দেশ ও দশের জন্য সোচ্চার দ্বীপজেলার মধ্যমণি লালমোহনের  প্রগতিশীল গণমাধ্যমকর্মীদের সঙগঠন "লালমোহন মিডিয়া ক্লাব" এর অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী ।
নবম বর্ষে পদার্পণের এই মহতী সময়ে লালমোহন মিডিয়া ক্লাব সমাজসংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে মূল্যবান অবদানের স্বীকৃতি স্বরূপ স্বদেশ ও বিদেশে ক্রিয়াশীল ভোলার ৯ গুণীজনকে সম্মাননা প্রদানের উদ্যোগ নিয়েছে ।

২৪ আগস্ট সোমবার সন্ধ্যায় লালমোহন পৌরশহরের হাজী ইউসুফ প্লাজায় অনুষ্ঠিত ক্লাবের জরুরি বৈঠকে সর্ব সম্মতিক্রমে ৯ গুণী ব্যক্তিত্বকে লালমোহন মিডিয়া ক্লাব পুরস্কার ২০২০ প্রদানের জন্য চুড়ান্ত ভাবে নির্বাচিত করা হয় ।
লালমোহন মিডিয়া ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি কবি রিপন শান, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম দুলাল ও সাংগঠনিক সম্পাদক মিজান হাওলাদার স্বাক্ষরিত ঘোষণাপত্র অনুযায়ী বিষয় ভিত্তিক নির্বাচিত ৯ গুণীজন হলেন- জনবান্ধব ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক (সুশাসনে), অস্ট্রিয়া বাংলাদেশ প্রেসক্লাব সভাপতি ও দৈনিক ইউরো সমাচার সম্পাদক মুক্তিযোদ্ধা সাংবাদিক মাহবুবুর রহমান (বিশ্ব সাংবাদিকতায়), চরফ্যাসন সরকারি কলেজের অধ্যক্ষ কায়সার আহমেদ দুলাল (সাহিত্যে), অতিরিক্ত পুলিশ সুপার লালমোহন সার্কেল  মোঃ রাসেলুর রহমান (সামাজিক ন্যায় বিচার), অস্ট্রিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  সাইফুল ইসলাম কবির (প্রবাসে সমাজকল্যাণ), লালমোহন পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধার সন্তান আলহাজ্ব সফিকুল ইসলাম বাদল (জনসেবায়), লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক  নুর মোহাম্মদ মাস্টার (শিক্ষায়), বিবিসির ব্রডকাস্ট জার্নালিস্ট রাকিব হাসনাত সুমন (সাংবাদিকতায়), এবং ওয়াটার এন্ড স্যানিটেশন ফর আরবান পুয়র 'ডবিøইএসইউপি' সংস্থার ফিন্যান্স ম্যানেজার মাকসুদ তালুকদার (এনজিও সমাজকর্ম)।

আগামী ২৮ সেপ্টেম্বর ভোলার লালমোহনে জ্ঞানীগুণী ব্যক্তিবর্গের উপস্থিততে যথাযথ সামাজিক দুরত্ব বজায় রেখে, করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে, নির্বাচিত গুণীজনদের হাতে তুলে দেয়া হবে- লালমোহন মিডিয়া ক্লাব পুরস্কার ২০২০ ।

উল্লেখ্য গতবছর অষ্টমবর্ষে পদার্পণে লালমোহন মিডিয়া ক্লাব পুরস্কার২০১৯ পেয়ে ছিলেন লালমোহন মিডিয়া ক্লাবের  প্রধান পৃষ্ঠপোষক ভোলা ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন, লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, লালমোহন উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি ও লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা  হাবিবুল হাসান রুমি, ইত্যাদিখ্যাত ডাক্তার মাহমুদুর রশিদ, লালমোহন প্রেসক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা ও বিএনএনআরসির সিইও এএইচএম বজলুর রহমান, বাপিডিপ্রকৌস এর সাধারণ সম্পাদক প্রকৌশলী আমিনুল ইসলাম, কোস্ট ট্রাস্টের জেলা টিমলিডার রাশিদা বেগম এবং  চরফ্যাসন ট্যাফনাল ব্যারেট হাইস্কুলের উপপ্রধানশিক্ষক তাসলিমা হোসেন ।