অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


চরফ্যাসনের জেলেরা আবার মাছ ধরতে ফিরছে সমুদ্রে


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২৪শে আগস্ট ২০২০ রাত ১০:৪৭

remove_red_eye

৭২৮



এ আর সোহেব চৌধুরী , চরফ্যাশন থেকে : দক্ষিনাঞ্চলের দ্বীপ জেলা ভোলার চরফ্যাশন উপজেলায় টানা প্রায় ১০ দিন  ধরে অঝোর বৃষ্টিপাতের জন্য ঘরবন্দী জেলেরা যেতে পাড়েনি নদী ও সাগরে। ফলে কর্মহীন হয়ে পড়ে জেলেরা। ধারাবাহিক বর্ষন শেষে জেলেরা ইলিশের সন্ধ্যানে নদী ও সাগরে যাওয়া শুরু করেছে।  সোমবার থেকে প্রস্তুতি নিয়ে আজ ঘাট ছাড়ছে শতশত জেলে ও ট্রলার। কর্মহীন এসব জেলেরা জানান, টানা ১০/১২ দিন কর্মহীন হয়ে ঘরবন্দী থাকলেও কোনো সহায়তা পাননি উপজেলা  প্রশাসন থেকে।
উপজেলার মাদ্রাজ বেতুয়া নতুন স্লুইসঘাট, পাঁচ কপাট, হাজারীগঞ্জ মাইনুদ্দিন ঘাট, সামরাজ মৎস ঘাট ঘুরে দেখা যায়, ভারী বর্ষনের ফলে ঘরবন্দী থাকা জেলেরা ট্রলারে বরফ,ডিজেল ও চাল,ডাল ভর্তী করে নদী ও সাগরে ফিরে যাচ্ছে ইলিশ শিকারে। তবে একাধিক জেলে ও মৎস ব্যবসায়ীরা জানান, জলবায়ু পরিবর্তনের ফলে ইলিশ মৌসুম হওয়া সত্বেও নদীতে আগের মতো ইলিশ পাওয়া যাচ্ছেনা। একাধিক জেলেরা বলেন, প্রচুর বৃষ্টিপাতের জন্য নদীতে যেতে পাড়িনি, তবে সোমবার থেকে যাওয়ার জন্য  প্রস্তুতি নিয়েছি। সামরাজ মৎস ঘাটের ব্যবসায়ী বলেন, টানা বৃষ্টিপাতের জন্য ঘরবন্দী জেলেরা নদী-সাগরে যেতে না পাড়ায় এবং নৌ- ট্রলার ও ফেরী যোগাযোগ বন্ধ থাকায় ঢাকা,চট্টগ্রামে ইলিশের চালান পাঠাতে না পাড়ায় এবং পরবর্তিতে ওই ইলিশ মাছ স্থানীয় বাজারে সঠিক দাম না পাওয়ায় খুব লোকসানে পড়তে হয়েছে। এছাড়াও বর্তমানে নদী ও সাগরের স্থানীয় এলাকায় খুব বেশি ইলিশ পাওয়া যাচ্ছে না। স্থানীয় মাদ্রাজ ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা জেলে মোঃ ইব্রাহিম জানান, স্থানিয় ইউপি সদস্য জেলে কার্ড করার জন্য তথ্য নিলেও জেলে কার্ড ও কোনো সহায়তা পাননি।
এবিষয়ে উপজেলা মৎস কর্মকর্তা মারুফ হোসেন মিনার বলেন, দক্ষিণাঞ্চলে র্দীঘ ১০/১২ বছরের ভিতর এমন ধারাবাহিক বৃষ্টি আর কখোনোও হয়নি।  বৃষ্টি শেষে নদীতে জোয়ার বেশি এবং স্রোত কম থাকায় জেলেরা নদী ও সাগরে যাওয়া শুরু করেছে তবে ইলিশ মৌসুম হলেও বর্তমানে ইলিশ একটু কম পাওয়া যাচ্ছে তবে খুব শিগ্রই চরফ্যাশন উপজেলা থেকে প্রচুর ইলিশ মাছ আমরা রপ্তানি করবো বলে আশা করছি। এদিকে উপজেলা জলবায়ু ফোরামের সভাপতি এম আবু সিদ্দিক বলেন, বৈশ্বিক উষ্ণতা বেড়ে যাওয়ার ফলে জলবায়ুগত কারণে নদীতে ইলিশের অভয় আশ্রম বলতে এখন আর কিছুই নেই। ফলে শুধু ইলিশ মাছই নয় পরিবেশগত ভাবে জীব বৈচিত্রই আজ হুমকির মুখে।