অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৭শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


বোরহানউদ্দিনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দোয়া-আলোচনা


বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১৫ই ডিসেম্বর ২০২৫ বিকাল ০৪:৫৬

remove_red_eye

৩৯

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার বোরহানউদ্দিনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রবিবার (১৪ ডিসেম্বর) সকালে বোরহানউদ্দিন উপজেলা সম্মেলন কক্ষে শহীদদের আত্মার শান্তির কামনায় কোরআন তেলাওয়াত শেষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বোরহানউদ্দিন উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোরঞ্জন বর্মন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন থানার সেকেন্ড অফিসার অসীম কুমার, উপজেলা কৃষি অফিসার গোবিন্দ মন্ডল, মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রেজাউল করিম, প্রাথমিক শিক্ষা অফিসার মেহেদী মাসুদ, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি অন্তর হাওলাদার, প্রেসক্লাব সভাপতি ফয়সাল আহমেদ, সাংবাদিক ইকবাল ও তামিম, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ সরকারি-বেসরকারি কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ। এছাড়া বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানে শহীদ বুদ্ধিজীবী দিবসটি উপলক্ষে কবিতা আবৃত্তি, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোকচিত্র প্রদর্শনী, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।