অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৭শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


মনপুরায় শহীদ মিনারে পুষ্পস্তাবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত


মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ১৪ই ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০৭

remove_red_eye

৮৯

মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহীদ মিনারে পুষ্পস্তাবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রোববার সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এর আগে সকাল ৮ টায় উপজেলা প্রশাসন, মনপুরা থানা ও হাজিরহাট মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা শহীদ বুদ্ধিজীবীদের সম্মানে শহীদ মিনারে পষ্পস্তাবক অর্পণ করে।
শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আবু মুসা, ওসি মোঃ ফরিদ, নৌকন্টিজেন্ট কমান্ডার লে. একেএম আবদুদ দেওয়ান লাবিব, উপজেলা জামায়াতের আমির মাও. আমিমুল ইহসান জসিম, উপজেলা যুবদলের আহবায়ক শামসুদ্দিন মোল্লা, মনপুরা প্রেসক্লাবের সভাপতি,অহিদুর রহমান ও সাধারন সম্পাদক সীমান্ত হেলাল।

মনপুরা