অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলায় বিভিন্ন ইউনিয়ন পরিষদে নিয়োগ


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১১ই অক্টোবর ২০১৯ রাত ১২:১১

remove_red_eye

৩১৮০

ইসতিয়াক আহমেদ : স্থানীয় সরকার বিভাগের প্রকাশিত স্মারক নম্বর অনুযায়ী ভোলা জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদগুলোয় জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ‘হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর’ পদে ৩৩ জনকে এই অস্থায়ী নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে বাণিজ্য বিষয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করার সুযোগ পাবেন। প্রার্থীদের কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। পাশাপাশি কম্পিউটারে টাইপের ক্ষেত্রে বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে ন্যূনতম ২০টি শব্দ টাইপ করার মতো গতি থাকতে হবে। এ ছাড়া প্রার্থীদের ভোলা জেলার স্থায়ী বাসিন্দা ও বাংলাদেশের প্রকৃত নাগরিক হতে হবে।
বয়স: বিজ্ঞপ্তিতে প্রকাশিত তারিখ অনুযায়ী সাধারণ প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছর। এ ছাড়া মুক্তিযোদ্ধা কোটাধারীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
বেতন: নিয়োগপ্রাপ্তদের বেতন হবে প্রতি মাসে নয় হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা পর্যন্ত।
আবেদন প্রক্রিয়া: সরকার নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। নির্ধারিত ফরমটি পাওয়া যাবে ভোলা জেলার ওয়েবসাইট(www.bhola.gov.bd) এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ( www.mopa.gov.bd)। এ ছাড়া আবেদনপত্র পাঠাতে হবে ভোলা জেলার জেলা প্রশাসক বরাবর।
আবেদন করার জন্য বিস্তারিত নিয়ম এবং আবেদনের শেষ তারিখ দেখে নিন বিজ্ঞপ্তিতে :
সূত্র : দৈনিক বাংলার কণ্ঠ,১১ অক্টোবর ২০১৯।