অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলা টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশন নির্বাচনে সভাপতি জুন্নু রায়হান, সম্পাদক হেলাল


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১২ই ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৫৫

remove_red_eye

৯১

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় উৎসব মুখর পরিবেশে টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।  
আজ শুক্রবার সকাল ১০ টার দিকে ভোলা প্রেসক্লাবে ভোট গ্রহণ শুরু হয় এবং ভোট চলে দুপুর ১ টা পর্যন্ত। বিকেল ৩ টায় ভোট গনণা শুরু হয়। গনণা শেষে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। 
এতে ভোটের মাধ্যমে সভাপতি পদে বাংলাদেশ প্রতিদিন, নিউজ-২৪ এর জেলা প্রতিনিধি ও দৈনিক বাংলার কণ্ঠের বার্তা সম্পাদক জুন্নু রায়হান ১৫  ভোট, সহ সভাপতি পদে একাত্তর টিভির প্রতিনিধি কামরুল ইসলাম ১৯ ভোট, সাধারণ সম্পাদক পদে জিটিভির প্রতিনিধি এম হেলাল উদ্দিন ২১ ভোট, সহ সম্পাদক পদে ভাই টিভির আরিফ হোসেন লিটন ২১ ও অর্থ সম্পাদক পদে যমুনা টিভির প্রতিনিধি জুয়েল সাহা বিকাশ ১৯ ভোট, দপ্তর সম্পাদক পদে এখন টিভির প্রতিনিধি ইমতিয়াজুর রহমান ১৬ ভোট, নির্বাহী সদস্য পদে মোহনা টিভির প্রতিনিধি জসিম রানা ২২ ভোট, এটিএন বাংলার প্রতিনিধি এম ছিদ্দিকুল্লাহ ২০  ভোট, দেশ টিভির প্রতিনিধি ছোটন সাহা ১৪ ভোট  পেয়ে বিজয়ী হয়েছেন। এরআগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্রীড়া ও সাংকৃতিক সম্পাদক এটিএন নিউজ প্রতিনিধি মঞ্জুর আলম ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক এশিয়ান টিভির প্রতিনিধি মো: মহিউদ্দিন বিজয়ী হয়েছে। 


আজ শুক্রবার বিকেল সাড়ে ৪ টার দিকে এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ও ইন্ডিপেন্ডেন্ট টেলিশনের প্রতিনিধি নজরুল হক অনু তথ্য নিশ্চিত করে জানান, গত ১  ডিসেম্বর এই নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তার সাথে সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সময় টিভির স্টাফ রিপোর্টার নাসির উদ্দিন লিটন ও ডিবিসি নিউজের প্রতিনিধি অচিন্ত্য মজুমদার। অনুষ্ঠিত এই নির্বাচনে  মোট ৩৪ জন ভোটের মধ্য ৩৩ জন ভোটার তাদের ভোটাধাকির প্রয়োগ করেন। নির্বাচনে ১১ টি পদে মোট ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।