অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


দুই উপদেষ্টার পদত্যাগ আজ-কালের মধ্যে


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১০ই ডিসেম্বর ২০২৫ বিকাল ০৪:১৫

remove_red_eye

৯২

জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে কেন্দ্র করে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মো. মাহফুজ আলম পদত্যাগ করছেন।

আজ বা কালকের মধ্যে তারা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করতে পারেন। জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে আজ বুধবার সন্ধ্যায় বা বৃহস্পতিবার। আর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। তাদের পদত্যাগের বিষয়টি নির্ভর করছে তফসিল ঘোষণার ওপর।

দায়িত্বশীল সূত্রগুলো বলছে, বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তারা প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র দেবেন। সেদিন থেকেই তাদের পদত্যাগ কার্যকর হবে।

মঙ্গলবার উপদেষ্টা পরিষদের সভায় দুই উপদেষ্টাকে পদত্যাগের জন্য বলা হয়েছে। তারা পদত্যাগের সিদ্ধান্ত জানিয়েছেন বলেও সংশ্লিষ্ট সূত্র জানায়।

তবে দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কেউ মন্তব্য করতে চাননি। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টার বিষয়ে জানতে চাইলে তার দপ্তরের ঘনিষ্ঠরা বলেন, পদত্যাগের বিষয়ে তাদের কিছু বলা হয়নি।

এদিকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আজ বিকেল ৩টায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন। সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলন ডাকা হলেও ধারণা করা হচ্ছে, তিনি পদত্যাগের বিষয় এবং কোন আসন থেকে নির্বাচন করবেন—সে বিষয়ে কথা বলবেন।

 

মাহফুজ আলম লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে নির্বাচন করতে পারেন। বিএনপি–এনসিপি জোটগত কারণে এ আসন ছাড়তে পারে; ফলে তিনি বিএনপি বা এনসিপির প্রার্থী হিসেবে অংশ নিতে পারেন। অন্যদিকে আসিফ মাহমুদ ঢাকা-১০ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন।

২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর ৮ আগস্ট দায়িত্ব নেয় বর্তমান অন্তর্বর্তী সরকার। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব নেন; মাহফুজ আলম দায়িত্ব নেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের।