অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলায় নাজিউর রহমান কলেজে শিক্ষক কর্মচারীদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৯ই ডিসেম্বর ২০২৫ রাত ১০:৪৭

remove_red_eye

৭৭

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার ঐতিহ্যবাহী নাজিউর রহমান কলেজের আয়োজনে শিক্ষক - কর্মচারীদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার কলেজ মাঠে তেঁতুলিয়া একাদশ ও মেঘনা একাদশ দুই দলে বিভক্ত হয়ে শিক্ষক কর্মচারীরা খেলায় অংশ গ্রহণ করেন। 
খেলার শুরুতে কলেজ অধ্যক্ষ মো: মহিউদ্দিন খেলোয়াড়দের উদ্দেশ্যে উদ্বোধনী বক্তব্য রাখেন। এসময় তার সাথে ছিলেন উপাধ্যক্ষ পীযুষ কান্তি হালদার, সহকারী অধ্যাপক কামাল হোসেন শাহীনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। 
খেলায় তেঁতুলিয়া একাদশ ২ - ০ গোলে মেঘনা একাদশকে হারিয়ে চ্যাম্পিওন হয়। 
তেঁতুলিয়া একাদশের অধিনায়ক ছিলেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জুন্নু রায়হান এবং মেঘনা একাদশের অধিনায়ক ছিলেন ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ জিয়াউর রহমান। 
খেলার প্রথমার্ধে ইব্রাহীমে করা কর্নার কিকে পা লাগিয়ে অফিস সহায়ক রাকিবের দেওয়া গোলে এগিয়ে থাকে তেঁতুলিয়া একাদশ এবং দ্বিতীয়ার্ধে জুন্নু রায়হানের দেওয়া বলে আক্তার হোসেন  হেড দিয়ে দ্বিতীয় গোলটি করে তেঁতুলিয়া একাদশের বিজয় নিশ্চিত করেন। 
খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হন তেঁতুলিয়া একাদশের রাকিব এবং ম্যান অব দ্যা টুর্নামেন্ট হন কৃষি বিভাগের প্রভাষক রাকিবুল ইসলাম। পরে কলেজ অধ্যক্ষ মোঃ মহিউদ্দিন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। 
উৎসব মুখর পরিবেশে শিক্ষক কর্মচারীদের প্রীতি ফুটবল ম্যাচ দারুন উপভোগ করেছে কলেজের শিক্ষার্থীরা।